নিউজিল্যান্ডকে উড়িয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়

রোহিত শর্মার দারুণ ব্যাটিংয়ে শিরোপা জিতল ভারত
রোহিত শর্মার দারুণ ব্যাটিংয়ে শিরোপা জিতল ভারত  © সৌজন্যেপ্রাপ্ত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে ফাইনালে উঠেছেন রোহিত শর্মারা। নিউজিল্যান্ড শুধু গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছে। যার ফলে সেরা দুই দলই উঠেছে ফাইনালে। সবার আশা ছিল, লড়াই হবে জমজমাট। তবে শেষপর্যন্ত নিউজিল্যান্ডকে উড়িয়ে ট্রফি জিতল ভারত। 

গ্রুপ পর্বের দেখায় নিউজিল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল ভারত। ফাইনালে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ কিউইদের সামনে। তবে ব্যাট সুবিধা করতে পারেননি কিউই ব্যাটাররা। মিডল অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে কোনোরকমে আড়াইশ ছুঁয়েছে নিউজিল্যান্ড। 

রবিবার (৯ মার্চ) দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ড্যারিল মিচেল। তাছাড়া ফিফটি পেয়েছেন মাইকেল ব্রেসওয়েল। ভারতের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগের নাম ছিল আইসিসি নকআউট বিশ্বকাপ। ২০০০ সালে নকআউট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। দুই যুগ পর সেই হারের প্রতিশোধ নিলো ভারত। কিউইদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হারানো শিরোপা এবার পুনরুদ্ধার করল রোহিত শর্মার দল।

২৫২ রানের লক্ষ্য। করতে পারলেই চ্যাম্পিয়ন। অধিনায়ক রোহিত শর্মা শুরুটা করেছিলেন হাত খুলে। ইনিংসের দ্বিতীয় বলে কাইল জেমিসনকে ছক্কা মারেন ভারতের ওপেনার। একই আগ্রাসী মনোভাব নিয়ে খেলে গেছেন তিনি। ১১তম ওভারে ৪১ বলে করে ফেলেন হাফ সেঞ্চুরি। শুবমান গিলের সঙ্গে ১০৫ রানের জুটি ছিল তার। এরপরই হঠাৎ ছন্দপতন।

বিনা উইকেটে ১০৫ রান করা ভারত ১২২ রানে হারায় তিন উইকেট। গিল, বিরাট কোহলির পর রোহিত মাঠ ছাড়েন। তারপর ক্রিজে নেমে শ্রেয়াস আইয়ার ওই ধাক্কা সামলে নেন। লং অনে ৪৬ রানে কাইল জেমিসনের হাতে জীবন পেয়ে নিউজিল্যান্ডকে আক্ষেপে ভাসান তিনি। তবে ৩৯তম ওভারে তাকে থামতে হয়েছে। ৪৮ রানে মিচেল স্যান্টনারের বলে রাচিন রবীন্দ্রর ক্যাচ হন শ্রেয়াস। 

তারপর হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল আক্রমণাত্মক জুটিতে দলকে জয়ের পথে রাখেন। লক্ষ্য থেকে ১১ রান দূরে থাকতে হার্দিক ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন। জেমিসনকে ফিরতি ক্যাচ তুলে দেন তিনি। তবে পথ হারায়নি ভারত। রবীন্দ্র জাদেজা ও রাহুল মিলে এক ওভার হাতে রেখে দলকে জেতান।

ভারত লক্ষ্যে নেমে দারুণ শুরু করে। সপ্তম ওভারে ড্যারিল মিচেলের হাত ফসকে জীবন পাওয়া গিল আরেকপ্রান্ত আগলে রাখেন। দুই ওপেনার পাওয়ার প্লেতে ৬৪ রান তোলেন, যার মধ্যে গিল করেন মাত্র ১০ রান।

১৭ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০০ রান। ১৯তম ওভারে মিচেল স্যান্টনারের শিকার হন গিল, করেন ৩১ রান। কোহলি ২ বল খেলে এক রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে আউট হন। রোহিতকে ৭৬ রানে ফেরান রাচিন রবীন্দ্র। এই বিপর্যয়ের রেশ বেশিক্ষণ থাকেনি।

এর আগে ওপেনিংয়ে ৫৭ রান করা নিউজিল্যান্ড মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence