১১ চার ৫ ছক্কায় ১২৫ রান তামিমের, মোহামেডানের বড় জয়

তামিম ইকবাল
তামিম ইকবাল  © ফাইল ফটো

প্রথম ম্যাচে হেরেই গিয়েছিল তারকায় ঠাসা মোহামেডান। পরেরটিতে জয় পেলেও হাসেনি অধিনায়ক তামিম ইকবালের ব্যাট। প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে ২২ ও ১৪ রানে আউট হয়ে যাওয়া তামিম মোহামেডানের হয়ে সেঞ্চুরিই তুলে নিয়েছেন আজ। বিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মোহামেডান ৭ উইকেটের জয়ও পেয়েছে।

আগে ব্যাটিংয়ে নেমে পারটেক্স ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয়। এরপর তামিমের সেঞ্চুরিতে ওই রান ৪০ ওভার ২ বলেই তাড়া করে ফেলে মোহামেডান। পারটেক্সের হয়ে এদিন হাফ সেঞ্চুরি পান আহরার আমিন। দলের পক্ষে ৮৬ বলে সর্বোচ্চ ৭৮ রানও আসে তাঁর ব্যাট থেকে।

জাওয়াদ রোয়ান ৪৫ বলে ৪২ রান করেন। তবে তাঁদের এই রান দলের স্কোর খুব বেশি বড় করতে পারেনি। ৯.৩ ওভার বোলিং করে ৫০ রান দিয়ে ৪ উইকেট পান মোহামেডানের তাইজুল ইসলাম, নাসুম আহমেদ পান ৩ উইকেট।

অল্প রান তাড়ায় নেমে ৩৫ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে মোহামেডান। তবে ৬৫ বলে ফিফটি পূর্ণ করেন তামিম। ৪৩ বলে ৩৭ রান করে ফেরেন তাওহিদ হৃদয়ও। এরপরই মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম।

১১ চার ও ৫ ছক্কার ইনিংসে ১১২ বলে ১২৫ রান করেন তামিম। সেঞ্চুরিও পূর্ণ করেন ছক্কা মেরে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর ২৩তম সেঞ্চুরি। ৪৪ বলে ৩৫ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence