সাকিবকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত বিসিবি পরিচালক

সাকিব আল হাসান ও নাজমুল আবেদীন ফাহিম
সাকিব আল হাসান ও নাজমুল আবেদীন ফাহিম  © ফাইল ফটো

দুবাইয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে নাজমুল হোসেন শান্তরা খেলছেন চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচ। এদিকে মিরপুরে বিসিবি কার্যালয়ে দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নে সাবেক অধিনায়কদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সভা শেষে মিরপুরে শেরেবাংলায় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম কথা বলেছেন সভা ও চ্যাম্পিয়নস ট্রফি প্রসঙ্গে। জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তবে সাকিব আল হাসানকে নিয়ে সাংবাদিক প্রশ্ন করতেই, এড়িয়ে গেলেন ফাহিম।

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাই যাওয়ার আগে সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে প্রশ্ন করায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময়ে সেটা অপ্রাসঙ্গিকই বাংলাদেশ অধিনায়কের কাছে। নাজমুল আবেদীন ফাহিম বিরক্তি নিয়ে সেই সুরেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, ‘না, এটা কি করতেই হবে (প্রশ্ন)? না এটা কি করতেই হবে? সাকিবকে নিয়ে আর কোনো প্রশ্ন? ধন্যবাদ।’

সভায় উপস্থিত ছিলেন—সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, রাজিন সালেহরা। ফাহিম জানিয়েছেন, সভায় মূলত আলোচনা হয়েছে সদ্য শেষ হওয়া বিপিএল।

বিপিএল ও অন্যান্য খেলাসহ সাবেক অধিনায়কদের কাছ থেকে মতামত নিয়েছে বিসিবি। ফাহিম বলেছেন, ‘যে বিপিএলটা হয়েছে, সেটা নিয়ে কথা বলেছি। সামনের বছর আমাদের খেলাটাকে কীভাবে সাজাতে পারি বা তাদের মতামতগুলো কী। আগের অধিনায়কেরা ছিল এখানে। মজার ব্যাপার, আমাদের বর্তমান লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ–তারাও এখানে ছিল। এখান ক্রিকেটের কী অবস্থা তারা সবচেয়ে ভালো জানে।’

সাবেকদের মতামতকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। সামনে তাঁদের পরামর্শের ওপর নির্ভর করে কিছু সিদ্ধান্তও নিতে পারে ক্রিকেট বোর্ড। ফাহিম বললেন, ‘প্রত্যেক অধিনায়কই তাদের মতো করে মতামত জানিয়েছে, কোন কোন জায়গায় আমরা একটু ভালো করতে পারি। কোথায় পরিবর্তন দরকার, কোথায় আমরা খুব একটা ভালো করছি না। এসব মিলিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা অবশ্যই, এ বোর্ড সে আলোচনাকে খুবই গুরুত্ব দেবে। সেটার ওপর ভিত্তি করে হয়তো কিছু কিছু সিদ্ধান্তও হবে। হয়তো আমরা সামনে দেখতে পাব ক্রিকেট মাঠে বা সামনের ক্যালেন্ডারগুলোতে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence