বাটলার-সাবিনাদের বিরোধ চরমে, সিদ্ধান্তে অটল নারী ফুটবলাররা

পিটার বাটলার-সাবিনাদের নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়নি
পিটার বাটলার-সাবিনাদের নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়নি  © সংগৃহীত

পিটার বাটলার-সাবিনাদের নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বিশেষ কমিটির রিপোর্ট দেওয়ার রাতেই সভাপতি তাবিথ আউয়াল বাফুফে ভবনে গিয়েছিলেন। মধ্যরাত পর্যন্ত বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে কথা বলে তাদেরকে নানানভাবে বুঝিয়ে অনুশীলনে ফেরার অনুরোধও করেছেন। কিন্তু বাফুফে সভাপতির অনুরোধে শনিবার সাড়া দেননি সাবিনা সহ ১৮ ফুটবলার। বাটলার থাকলে তারা অনুশীলনে যাবেন না বলে আগের সিদ্ধান্তেই অটল রয়েছেন।

সভার একটি সূত্র জানিয়েছে, সভাপতি বিদ্রোহী খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। তাদের সমস্যা নিজে শুনেছেন। সব সমস্যা শুনে তাদের পাশে দাঁড়ানোর আশা দিয়েছেন। বর্তমান দলে খেলতে যেন সমস্যা না হয় তা দেখবেন বলে জানিয়েছেন। কোচ যেন অনুশীলনে কোনও খারাপ ব্যবহার করতে না পারে সেটাও বলা হয়েছে। খেলা ছেড়ে মেয়েরা যেন হারিয়ে না যায় তার জন্য কোচিং থেকে শুরু করে বাফুফেতে চাকরি দেওয়া সহ নানাভাবে বোঝানো হয়েছে। সবকিছু বোঝানোর পর আজই অনুশীলনে যোগ দিতে বলা হয়েছিল। কিন্তু সাবিনা খাতুনরা সভাপতির ডাকেও সাড়া দেননি।

তার আগে পিটার বাটলারকে ডেকে মেয়েদের সঙ্গে কোনও দুর্ব্যবহার করতে নিষেধ করা হয়েছিল।  শুধুমাত্র অনুশীলনে মনোযোগ দিতে বলা হয়েছিল। তা নাহলে তাকে বরখাস্ত করার হুমকি দেওয়া হয়েছে।

বাফুফে চাইছে মেয়েদের শাস্তি না দিয়ে সমস্যার সমাধান করতে। কিন্তু এতকিছুর পরও মেয়েরা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। এখন বাফুফে এই সংকটকালীন মুহূর্তে কী করবে? জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বাধ্য হয়ে বিদ্রোহী ১৮ জন খেলোয়াড় ছাড়াই দল গঠন করার ইঙ্গিত মিলেছে। বাটলারের অধীনে জাতীয় সিনিয়র সহ বর্তমানে অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড় রয়েছে।  সবমিলিয়ে অনুশীলনে থাকা ৩৭ জন খেলোয়াড় থেকে দল গঠন হতে পারে।

এছাড়া নতুন করে বেতনের চুক্তির আওতায় সেই ১৮জন খেলোয়াড় নাও থাকতে পারেন। শুধু অনুশীলনে যারা আছেন, তাদের নিয়েই চুক্তি হতে পারে বলে একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। আজ-কালের মধ্যে বিষয়টা চূড়ান্ত হতে পারে। আপাতত বিদ্রোহী মেয়েদের সেভাবে শাস্তি না হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুশীলন বয়কট করলেও তারা বাফুফে ভবনে থাকছেন। তারপর চুক্তি না হলে তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ খুঁজে নেবেন। সেখানে বাফুফে হস্তক্ষেপ করবে না বলে জানা গেছে।

সবকিছু মিলিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন,‘আমি আপাতত ফিফার অডিট নিয়ে একটু ব্যস্ত আছি। এই বিষয়ে একটু পরই কথা বলছি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence