বিশ্বসেরা ফুটবলার মেসি, তারপর ইয়ামাল: গাভি

ইয়ামাল ও মেসি
ইয়ামাল ও মেসি  © টিডিসি সম্পাদিত

ইউরোপিয়ান ফুটবলে নিজের সেরা সময় পার করে যুক্তরাষ্ট্রের ফুটবলে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। তার পারফরম্যান্স এখনো মুগ্ধ করে গাভিকে। অপরদিকে এই সময়ের সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভাদের একজন লামিন ইয়ামাল। কাতালান জায়ান্ট বার্সেলোনার হয়ে এই উইঙ্গার বর্তমানে ফুটবলের জগতে নিজের সেরা সময় পার করছেন। এবার বার্সেলোনার মিডফিল্ডার গাভি বললেন, মেসির পর ইয়ামালই বিশ্বের সেরা ফুটবলার।

এ তথ্য জানিয়েছেন, ফুটবলের দলবদলের জ্যোতিষীখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো। ফ্লিকের বরাত দিয়ে তিনি লিখেছেন, মেসির পর বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় লামিন ইয়ামাল।

১৭ বছর বয়সী লামিন ইয়ামাল অসাধারণ ফুটবল নৈপুণ্য দেখিয়ে পেয়েছেন তারকাখ্যাতি। বুধবার (১৫ জানুয়ারি) রাতে অলিম্পিক স্টেডিয়ামে কোপা দেল রে'র ম্যাচে রিয়াল বেতিসকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। ম্যাচে ইয়ামালের সঙ্গে দারুণ পারফর্ম করেছেন গাভি এবং পেয়েছেন গোলও।

চলতি মৌসুমে ইতোমধ্যেই ইয়ামাল গোল করেছেন ৯টি। এছাড়া তিনি এসিস্ট করেছেন ১৩টি গোলে। সবমিলিয়ে সময়ের আলোচিত ফুটবলারদের কাতারে জায়গা করে নিয়েছেন তিনি।

বেতিসের বিপক্ষে ম্যাচ শেষে ইয়ামালকে নিয়ে বার্সা তারকা গাভির কাছে জানতে চাওয়া হয়- ইয়ামাল এখনই বিশ্বের সেরা ফুটবলার হয়ে গেছেন কিনা? জবাবে গাভি বলেন, ‘হ্যাঁ, সে-ই সেরা। লিওনেল মেসির পর(ইয়ামাল) সেরা।’ বার্সা কোচ হান্সি ফ্লিকও এতে একমত হয়েছেন। গাভির মন্তব্যকে সমর্থন করে হান্সি ফ্লিক বলেন, ‘বড় ম্যাচে বড় প্রতিভা নিজেকে প্রমাণ করে। ইয়ামাল সেটাই বারবার দেখাচ্ছে। তবে তাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে।’


সর্বশেষ সংবাদ