সুপারকোপার ফাইনাল
প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের জালে বার্সার এক হালি গোল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০২:০২ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
বছরের শুরুতেই স্প্যানিশ সুপারকোপার ফাইনালে মুখোমুখি হলো ক্লাব ফুটবলের দুই পরাশক্তি দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বিশ্বব্যাপী এই দুই দলের লড়াই এল ক্লাসিকো নামেই ব্যাপক পরিচিত।
তবে মাঠের লড়াইয়ে উত্তাপের রেশটা ছড়াতে পারলো না রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে একতরফা লড়াইয়ে গোল উৎসবে মাতলো বার্সেলোনা। একের পর এক গোলে কাঁপাল রিয়ালের জাল।
সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া এই ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের জালে এক হালি গোল দিল হ্যান্সি ফ্লিকের বার্সা। বিপরীতে রিয়ালের হয়ে ম্যাচের ৫ মিনিটের একটি গোল করেছেন কিলিয়ান এমবাপ। অন্যদিকে, বার্সেলোনার পক্ষে গোল করে লামিনে ইয়ামাল, রবের্ত লেভানদোভস্কি, রাফিনহা ও আলেজান্দ্রো।
এখন পর্যন্ত স্প্যানিশ সুপারকোপায় সর্বোচ্চ ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে বার্সা। আর রিয়াল নিজেদের ঘরে শিরোপা তুলেছে মোট ১৩ বার।