পোস্ট ডিলিট করো, সমস্যা হবে—ম্যাচ জিতে বরিশালকে রংপুর

বরিশালের পোস্ট নিয়ে পাল্টা রসিকতা করল রংপুর
বরিশালের পোস্ট নিয়ে পাল্টা রসিকতা করল রংপুর  © সংগৃহীত

ক্রিকেটের উত্তেজনা আর নাটকীয়তায় ভরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। শেষ ওভারের সমীকরণ যখন রংপুরের বিপক্ষে, তখনই মাঠে হাজির হয় রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের জাদু।  

জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ২৬ রান। প্রথম বলেই কাইল মায়ার্সকে ছক্কা মেরে শুরু করেন সোহান। পরের দুই বলে চার মেরে ম্যাচ জমিয়ে দেন। তখনই বরিশাল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোস্ট করে, ‘মনুরা রেডি তো’। সঙ্গে ফটোকার্ডে লেখা ছিল, ‘জাগো বাহে জাগো’, আর তাতে বরিশালের জয়ের উদ্‌যাপনের ছবি।  

কিন্তু সোহানের শেষ তিন বলের ২ ছক্কা ও ১ চারে সব পরিকল্পনা ভেস্তে যায়। ম্যাচ শেষে রংপুর রাইডার্স তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে।’ ফটোকার্ডে বরিশালের দেওয়া পোস্টের স্ক্রিনশট বসিয়ে দেয় রংপুর।

টুর্নামেন্টে রংপুরের প্রথম হার যেখানে সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই নুরুল হাসান সোহানের ম্যাজিক। কাইল মায়ার্সকে বেধড়ক পিটিয়ে বরিশালের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন সোহান। রুদ্ধশ্বাস এই জয়ের পর সামাজিক মাধ্যমেও জমে ওঠে খেলা।

এদিকে, ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সোহান। ৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন রংপুর অধিনায়ক। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট-এই কথার সার্থকতা প্রমাণ করেছেন তিনি। ৫ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর।

প্রসঙ্গত, এবারের বিপিএলে দুইবারের দেখায় দুইবারই ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। মিরপুরে গত ২ জানুয়ারি বরিশালকে হারিয়ে ফেসবুক পেজে ফটোকার্ড বানিয়ে রসিকতা করেছিল রংপুর। রাইডার্স। পত্রিকার আদলে একটা ফটোকার্ড দিয়ে শিরোনাম দিয়েছে ‘রংপুর বার্তা’। সেখানে শিরোনাম দেওয়া হয়েছে, ‘বরিশালের লঞ্চে ধাক্কা, আতঙ্কে যাত্রীরা’! সেই পোস্টে বরিশাল উত্তর দিয়েছে, ‘একটু ধাক্কা না হয় খেয়েছি, কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে, মনু’!


সর্বশেষ সংবাদ