শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হলেন আরও এক মালিঙ্গা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১১ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
ক্রিকেটবিশ্ব লাসিথ মালিঙ্গাকে কি কখনো ভুলতে পারবে? শ্রীলঙ্কান কিংবদন্তিকে ভোলা সহজ নয়। শুধু শ্রীলঙ্কা নয়, গোটা ক্রিকেটবিশ্বেই এক বিস্ময়কর ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। তিনি দীর্ঘদিন শ্রীলঙ্কার বোলিং লাইনআপের নেতৃত্ব দিয়েছিলেন। চামিন্দা ভাসের অবসরের পর লঙ্কান পেস বিভাগের মূল অস্ত্র হয়ে ছিলেন। লঙ্কান জার্সিতে জিতেছিলেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে ছিলেন নিয়মিত মুখ। অবসরের সময়টায় একজন কিংবদন্তি হিসেবেই বিদায় নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা।
এবার শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হলেন আরও এক মালিঙ্গা। তিনিও লাসিথের মতো পেসার। এই মালিঙ্গার নাম ইশান মালিঙ্গা। ২৩ বছর বয়সের এই ইশান মালিঙ্গা প্রথমবার যুক্ত হলেন জাতীয় দলের সঙ্গে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা করে নিয়েছেন এই ডানহাতি পেসার।
ঘরোয়া ক্রিকেটে নজর কেড়ে জাতীয় দলে ডাক পেয়েছেন ইশান মালিঙ্গা। ২০২২ সালে ঘরোয়া ক্রিকেট শুরু ঈশানের। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৮.৭৪ গড়ে নিয়েছেন ৩৯ উইকেট। ১২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে নিয়েছেন ২০ উইকেট। এ বছরের এলপিএলেও (লঙ্কা প্রিমিয়ার লিগ) খেলেছেন ঈশান। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নিলেন জাতীয় দলে।
ঈশানের উত্থানের শুরু ২০২৪ সালে। বোলিংয়ে ধারাবাহিক গতির সঙ্গে নিয়ন্ত্রণ দেখিয়ে নজর কাড়েন। ২০২৪ এলপিএলে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হোন তিনি। তবে পুরো মৌসুমে খেলেছেন মাত্র ১ ম্যাচ। এবারের আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) মেগা নিলামেও দল পেয়েছেন ঈশান। নিয়মিত শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে সব ধরনের সংস্করণে খেলা এই পেসারকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।