সৌদি বিশ্বকাপ হবে সর্বকালের সেরা: রোনালদো 

সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাকে কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাকে কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো  © সংগৃহীত

২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফিফা। প্রায় ৯ বছর পরে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। মরুর দেশে হতে যাওয়া এই বিশ্বকাপকে ‘সর্বকালের সেরা’  হবে মনে করছেন কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। বিশ্বকাপ সামনে রেখে নতুন করে ১১ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে তারা।  দেশটি খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার। রোনালদো যেহেতু সৌদি আরবের ক্লাব আল নাসরে ২০২৩ সাল থেকে খেলছেন, মরুর দেশের বিপুল কর্মযজ্ঞ তার চোখ এড়াবে কী করে। সৌদিকে আয়োজক ঘোষণা করার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক ভিডিওতে পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘২০৩৪ সালে সর্বকালের সেরা বিশ্বকাপ হবে। এটা অসাধারণ। এর অবকাঠামো, স্টেডিয়াম, ভক্তদের জন্য সুবিধাসহ সব কিছুই দারুণ। এসব দেখে আমি অনেক খুশি।’

রোনালদোর মতে, দ্রুত এগোচ্ছে সৌদির ফুটবল। উত্থানের অংশ হতে পেরে উচ্ছ্বসিত তিনি বলেন, ‘সৌদির ফুটবল গত বছর খুব দ্রুত এগিয়েছে। পার্থক্য যদি দেখেন, এটা অসাধারণ। এই লিগে বিশ্বের সেরা সাত-আট ক্লাবের কয়েকটি আছে, যাদের হারানো কঠিন। খেলোয়াড়দেরও দ্রুত উন্নতি হয়েছে।’ 

দেশ হিসেবে সৌদি আরব এবং সেখানকার মানুষও অসাধারণ বলে মন্তব্য করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটটেড তারকা, ‘অসাধারণ দেশ। সৌদির মানুষ খুব ভালো। প্রতি বছর তারা ফুটবল, বক্সিংসহ বড় বড় ইভেন্ট আয়োজন করে। আমার মনে হয়, এখানকার ফুটবলের সম্ভাবনা খুবই উজ্জ্বল। আমি এর অংশ হতে পেরে খুশি।’  


সর্বশেষ সংবাদ