ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, মোবাইলে দেখবেন যেভাবে

  © ফাইল ছবি

ফিফা ফুটবল বিশ্বকাপের ২০২৬ আসরের বাছাই পর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের শিরোপাধারী ব্রাজিল।

বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। ভোর ৬টা ৪৫ মিনিটের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ তাদের গ্রুপের শীর্ষ দল উরুগুয়ে। এই ম্যাচে দুই দলের সামনেই কঠিন লড়াই অপেক্ষা করছে।

সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে আর্জেন্টিনা। জয় পায়নি ব্রাজিলও, তারা ড্র করেছে ভেনেজুয়েলার সঙ্গে। পেরুর বিপক্ষে জয়েই চোখ রাখছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে প্রতিপক্ষর আগে তাদের নিজেদের দল নিয়েই ভাবতে হচ্ছে। চোটে পড়েছেন গুরুত্বপূর্ণ ৫ ফুটবলার। তবে আশা হারাচ্ছেনা না মেসিরা। 

২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন অঞ্চলের বাছাইপর্বে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে দলগুলো। তবে খুব বেশি সুবিধায় নেই ডোরিভাল জুনিয়রের দল। অধারাবাহিক পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের চারে আছে তারা। এদিকে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। আগের ম্যাচ ও পেরুর বিপক্ষে দুই ম্যাচে পূর্ণ পয়েন্ট পেলে পরের বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলত মেসিবাহিনী। 

এদিকে এই খেলা সরাসরি সম্প্রচার করবেনা বাংলাদেশের কোনো টিভি চ্যানেল। তবে বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জন্য আছে সুখবর। Sportzfy অ্যাপ নামিয়ে মোবাইলে লাইভ খেলা দেখতে পারবেন। এছাড়া মোবাইলে স্কোর দেখতে এখানে ক্লিক করুন— (ব্রাজিল-উরুগুয়ে)(আর্জেন্টিনা-পেরু)। 


সর্বশেষ সংবাদ