ছেলে থেকে মেয়ে হলেন ভারতের সাবেক ক্রিকেটারের সন্তান

আরিয়ান থেকে আনায়া হলেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান
আরিয়ান থেকে আনায়া হলেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান  © সংগৃহীত

সঞ্জয় বাঙ্গার একসময় খেলেছেন ভারতের হয়ে। তার পুত্র আরিয়ান বাঙ্গারও চেয়েছিলেন খেলবেন ভারতের হয়ে। খেলাও শুরু করেছিলেন ভারতের সাবেক এই ক্রিকেটারে পুত্র। তবে আরিয়ানের সেই স্বপ্ন আর বাস্তবায়ন হয়নি। এর দায় অবশ্য অনেকটা আরিয়ানের। কেননা ছেলে থেকে যে এখন মেয়ে রূপান্তরিত হয়েছেন তিনি।

আরিয়ান মেয়ে হওয়ার পর নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছেন আনায়া। লিঙ্গ পরিবর্তনের বিষয়টি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আনায়া লিখেছেন, ‘ক্রিকেটার হওয়ার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অনেক ত্যাগ করতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। ক্রিকেটের বাইরে আরো একটা যাত্রা চলছিল। নিজেকে চেনার যাত্রা। সেই পথেও অনেক চ্যালেঞ্জ ছিল। তবে নিজের সিদ্ধান্তেই টিকে থেকেছি। নিজেকে নিয়ে আমি গর্বিত।’ 

বর্তমানে ম্যানচেস্টারে থাকছেন আনায়া। এর আগে ক্রিকেটার হওয়ার স্বপ্নে ছোট থেকেই অনুশীলনও শুরু করেন। ইসলাম জিমখানা ক্লাবে খেলার পর লন্ডনে পাড়ি জমিয়ে লিস্টারশায়ারের হিংকলে ক্রিকেট ক্লাবের হয়েও খেলেছেন ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।

লিঙ্গ পরিবর্তন করায় আনায়ার আর পেশাদার ক্রিকেটার হওয়া হচ্ছে না। কারণ আইসিসির নারী ক্রিকেটের নিয়ম অনুযায়ী, রূপান্তরকামী বা রূপান্তরিতরা নারী ক্রিকেট খেলতে পারবেন না।

আনায়ার বাবা বাঙ্গার ভারতের হয়ে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ২৭ ম্যাচে ৬৫০ রান করছেন। টেস্টে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। উইকেট নিয়েছেন সমান ৭টি করে ১৪টি। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে কোচিং পেশায় যুক্ত হন বাঙ্গার। ভারতের অন্তর্বর্তীকালীন কোচও ছিলেন ৫২ বছর বয়সী সাবেক ব্যাটার। এ ছাড়া আইপিএলের দল র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ