পাকিস্তানের অন্তর্বর্তী হেড কোচ হলেন জেসন গিলেস্পি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৫:০১ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৪, ০৫:০১ PM
পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন গ্যারি কারস্টেন। কারস্টেন দায়িত্ব ছাড়ার কয়েক ঘণ্টা না পেরুতেই তার জায়গায় দায়িত্ব পেয়েছেন টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেস্পি। অস্ট্রেলিয়া সফরে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বও পালন করবেন তিনি।
জানা গেছে, আপাতত অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জেসন গিলেস্পি। শুধুমাত্র অস্ট্রেলিয়া সিরিজের জন্য গিলেস্পিকে হেড কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সোমবার (২৮ অক্টোবর) সকালে পদত্যাগের ঘোষণা দেন সাদা বলের গত ৫ মাসের কোচ কোচ গ্যারি কারস্টেন। দক্ষিণ আফ্রিকান কোচের এই ঘোষণার পর বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে টেস্ট দলের কোচ গিলেস্পিকে।
গিলেস্পির নতুন দায়িত্ব নিয়ে এখনো বিস্তারিত বলেনি পিসিবি। তবে শ্রীঘ্রই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তার দায়িত্বের পরিধি মেয়াদসহ অন্যান্য বিষয় স্পষ্ট করবে চেয়ারম্যান মহসিন নকভির বোর্ড।
উল্লেখ্য, ৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে পাকিস্তানের অস্ট্রেলিয়া সিরিজ। ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে জিম্বাবুয়ে সিরিজ। ৪ নভেম্বর মাঠে গড়াবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যকার তিন ওয়ানডে ম্যাচের প্রথম ওয়ানডে। ৮ ও ১০ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ১৪, ১৬ এবং ১৮ নভেম্বর আয়োজিত হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।