পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

বাবর আজম
বাবর আজম   © সংগৃহীত

অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন বাবর আজম। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পরপরই অধিনায়কত্বকে বিদায় জানিয়ে ছিলেন বাবর আজম। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তাকে আবারও অধিনায়ক করা হয়। সেখানেও ব্যর্থ হয়েছেন তিনি। বাবর জানিয়েছেন, অধিনায়কত্বের চাপ থেকে মুক্ত থেকে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান তিনি। একইসাথে পরিবারকে সময় দিতে চান, যা তাকে আনন্দ দেয়।

মঙ্গলবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নেতৃত্ব ছাড়ার ঘোষণা নিজেই জানিয়েছেন পাকিস্তানের তারকা এই ক্রিকেটার। খবর ক্রিকেটপাকিস্তান

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে বাবর লিখেছেন, ‘আমি আজ আপনাদের একটি সংবাদ জানাব। আমি পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই দলকে নেতৃত্ব দেওয়া সম্মানের ছিল। কিন্তু সময় হয়েছে সরে দাঁড়িয়ে দলে আমার খেলার ভূমিকায় নজর দেওয়ার। অধিনায়কত্ব দারুণ অভিজ্ঞতা কিন্তু এটা কাজের চাপ অনেক বাড়িয়েছে।'

তিনি আরও লিখেন, ‘আমি নিজের পারফরম্যান্সকে অগ্রাধিকার দিতে চাই, নিজের ব্যাটিংকে উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে চাই, যা আমাকে আনন্দ দেবে।’'পদত্যাগ করার মাধ্যমে আমি আমার আগামীর পথ আরও পরিষ্কার করবো এবং আমার খেলা ও ব্যক্তিগত উন্নয়নে আরও জোর দেবো। সবার অবিচল সমর্থন এবং আমার প্রতি বিশ্বাস রাখার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের উৎসাহ আমার কাছে পৃথিবীর সমান। 

একসঙ্গে অর্জন করা সাফল্য নিয়ে আমি গর্বিত এবং একজন খেলোয়াড় হিসেবে দলের জন্য অবদান রাখতে চাই। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।'

দ্বিতীয় দফায় অধিনায়কত্ব পাওয়ার ছয় মাসের মধ্যে দায়িত্ব ছাড়লেন বাবর। প্রথম দফায় তিন ফরম্যাট থেকে পদত্যাগ করার চার মাসের মধ্যে তাকে আবারও টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলের অধিনায়ক করা হয়। ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে এক সিরিজ পরই বরখাস্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হওয়া বাবর আবারও নিজে থেকে সরে দাঁড়ালেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন, তবে বোর্ড থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


সর্বশেষ সংবাদ