চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল সার্বিয়া

স্পেন ও সার্বিয়া মধ্যকার ম্যাচ
স্পেন ও সার্বিয়া মধ্যকার ম্যাচ  © সংগৃহীত

সদ্য সমাপ্ত ইউরোতে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। সময়ের অন্যতম সেরা দলটি অবশ্য জয়ের ধারায় শুরু করতে পারেনি ইউয়েফা নেশনস কাপ। সফল ইউরোর পর প্রথম মাঠে নেমেই জয় ছাড়া মাঠ ছাড়তে হয়েছে স্প্যানিশদের।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

পুরো ম্যাচে ৭৩ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য স্পেন শট নেয় মোট ২১টি, যার ৫টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, সার্বিয়ার ৯ শটের কেবল একটি ছিল লক্ষ্যে।

প্রথমদিকে বিবর্ণ ফুটবল খেলা লুইস দে লা ফুয়েন্তের দল অবশ্য পরব গোলের জন্য মরিয়া আক্রমণ চালায়।তবে সাপ্রেদ্রাগ রাইকোভিচে দৃঢ়তায় আর পায়নি জয়সূচক গোলের দেখা।

তবে লিগ ‘এ’র গ্রুপের ফোরে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে ডেনমার্ক। ম্যাচের ৮২ মিনিটে প্রথম ও যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে এই জয় তুলে নেয় তারা। 

নেশনস লিগের পয়েন্ট টেবিলে প্রথম ম্যাচে জিতে শীর্ষে আছে ড্যানিশরা। ঘরের মাঠে ড্র করায় দুইয়ে আছে সার্বিয়া। স্পেন তালিকায় তিনে। অন্য গ্রুপ ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। স্কটল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে টেবিলে শীর্ষে আছে পোল্যান্ড। 


সর্বশেষ সংবাদ