পাপনসহ পরিচালকদের পদত্যাগের দাবিতে বিসিবিতে মানববন্ধন

পাপনসহ পরিচালকদের পদত্যাগের দাবিতে বিসিবিতে মানববন্ধন
পাপনসহ পরিচালকদের পদত্যাগের দাবিতে বিসিবিতে মানববন্ধন  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশে শুরু হয়েছে পদত্যাগের মিছিল। হদিস পাওয়া যাচ্ছে না বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনেরও। এবার ক্রিকেট সংগঠকের ব্যানারে বিসিবি ঘেরাও করেন ক্রীড়া সংগঠকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্যরা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও বিভিন্ন বোর্ড পরিচালকের পদত্যাগের দাবি তোলা হয়েছে। 

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্যরা একজোট হয়ে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রশাসনিক কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ ও মানববন্ধন করেন তারা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অধিকাংশ পরিচালক দেশ ছেড়ে যাওয়ায় বিসিবির অবশিষ্ট পরিচালকদের পদত্যাগের দাবি তুলেছেন তারা।

ব্যানারে লেখা ছিল, ‘বিসিবিকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করার এটাই সময়। বাংলাদেশ ক্রিকেট আজ কোথায়? জবাব চাই।’ কোনও কোনও ব্যানারে লেখা, ‘বিসিবির সকল অযোগ্য পরিচালকদের পদত্যাগ করতে হবে।’

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক, বিসিবির পরিচালক ওবেদ রশীদ নিজাম-ক্রিকেট বোর্ডের শীর্ষ এই কর্মকর্তাদের নাম উল্লেখ করে বিক্ষোভ মঞ্চস্থ হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ খালেদ মাহমুদ সুজনের ছবিও দেখা গেছে বিক্ষোভকারীদের ব্যানারে।   

এসময় নিরাপত্তার স্বার্থে বিসিবির ভেতরে সেনাবাহিনীর সদস্যদের দেখা যায়। ক্রীড়া উন্নয়ন পরিষদের দাবি, ওয়ান ইলেভেনের পর শেখ হাসিনা সরকার দায়িত্ব গ্রহণ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শুরু হয় অপরাজনীতি, অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা ও সীমাহীন দুর্নীতি। বিশ্ব ক্রিকেটে দিনকে দিন পিছিয়ে পড়তে শুরু করে বাংলাদেশ। জাতীয় দলের বর্তমান পারফরম্যান্স, পরিসংখ্যান ও অবস্থানে সকল ক্রিকেট শুভানুধ্যায়ীর মত ক্রীড়া উন্নয়ন পরিষদও অত্যন্ত উদ্বিগ্ন।


সর্বশেষ সংবাদ