ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ইউরোর চ্যাম্পিয়ন স্পেন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৩:১০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
১২ বছর পর আবার মাথায় তুলল ইউরোপ সেরার মুকুট। ইউরোর ফাইনালে ইংল্যান্ডের আবারও স্বপ্নভঙ্গই হলো। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে রবিবার রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। এই জয়ে রেকর্ড চতুর্থ ইউরো শিরোপা জিতল স্পেন।
এতদিন সর্বোচ্চ ইউরো জয়ের রেকর্ড ছিল যৌথভাবে স্পেন ও জার্মানির। গতিময় ও নান্দনিক ফুটবলের পসরা মেলে চতুর্থবার চ্যাম্পিয়ন হয়ে সেটা নিজের করে নিল স্প্যানিশরা।
ইংলিশদের আরেকটি শিরোপা জয়ের অপেক্ষাও তাতে শেষ হলো না। সেই ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে আরেকটি ট্রফির অপেক্ষায় থাকা দলটি টানা দ্বিতীয়বার ইউরোর রানার্সআপ হলো।