প্রোটিয়া বোলিং তোপে ৫৬ রানে গুটিয়ে গেল প্রথমবার সেমিতে যাওয়া আফগানরা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৭:৪৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
অঘটনের জন্ম দিয়ে ফাইনালে ওঠার লক্ষ্যে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে রশিদ খানের দল। ব্যাট করতে নেমে বাস্তবতা টের পেলো আফগাসনরা। প্রোটিয়া বোলিংয়ের সামনে পুরোপুরি খেই হারিয়ে বসে তাদের ব্যাটিং লাইনআপ। মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা এবং তাবরিজ শামসির তোপের মুখে পড়ে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে গেছে আফগানিস্তান।
আফগানিস্তানের ব্যাটাররা দাঁড়াতে পারেনি প্রোটিয়া বোলারদের সামনে। আজমতউল্লাহ ওমরজাই সর্বোচ্চ ১০ রান করেন। আর কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।
টি-টোয়েন্টিতে এটিই আফগানদের সর্বনিম্ন স্কোর। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৭২ রানে থেমেছিল তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালেও সর্বনিম্ন স্কোর এটি। এর আগে কোনো দল একশ রানের নিচে অল আউট হয়নি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে গুটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে টিকতেই পারেনি আফগান ব্যাটসম্যানরা। পাওয়ার প্লের ছয় ওভারে ড্রেসিং রুমে ফেরেন ৫ ব্যাটসম্যান। পরের ছয় ওভারের মধ্যে বাকি ৫ জনও আউট হন।