আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এখন কলকাতার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৯:৫২ PM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ১০:০৪ PM
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বুধবার (৩ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেটে ২৭২ রান তুলেছে কেকেআর।
এর আগে, গত সপ্তাহে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। গত ২৮ মার্চ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেটে ২৭৭ রান তুলেছিল প্যাট কামিন্সের দল।
এর আগে আইপিএলে দলীয় সর্বোচ্চ ইনিংস ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান তুলেছিল বেঙ্গালুরু, যে ম্যাচে ৬৬ বলে ১৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল।
কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় রেকর্ড রানের ম্যাচে অবশ্য সেঞ্চুরি কেউই করেননি। তবে ব্যাট হাতে ঝোড়া ইনিংস খেলেছেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেলরা।