অবসর নেওয়ার সময় সম্পর্কে আমি জানি: মেসি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০১:২৭ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৪, ০১:৩০ PM
‘আমার অবসর নেওয়ার সময় সম্পর্কে আমি জানি। যখন থেকে বুঝতে পারব, পারফর্ম করতে পারছি না, খেলা উপভোগ করছি না, সতীর্থদের সহযোগিতা করতে পারছি না, অবদান রাখতে পারছি না দলে, সেটিই অবসর নেওয়ার সময়।’ কথাগুলো বলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
এমবিসি’র ‘বিগ টাইম পডকাস্টে’ মেসি নিজের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন। অবসর নিয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার নিজের অবস্থান তুলে ধরেন।
বয়স ৩৬ পেরিয়ে গেলেও মেসি খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। ২০২২ সালের বিশ্বকাপ জেতার পর তার অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে তিনি জানিয়েছিলেন, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে খেলে যেতে চান। এরপরও তার অবসর নিয়ে আলোচনা থামেনি।
আরো পড়ুন: ডি মারিয়ার পরিবারের সদস্যকে মেরে ফেলার হুমকিদাতারা গ্রেপ্তার
এ সব নিয়ে মেসি বলেছেন, ‘আমি আত্ম-সমালোচক। আমি জানি কখন ভালো, কখন মন্দ, কখন ভালো খেলি বা বাজে খেলি। যখন আমার মনে হবে, থামা উচিত, অবসর নেওয়া উচিত- তখন নিয়ে নিবো। সে সময় বয়স কতো, তা ভাবব না।
তিনি বলেন, যদি উপভোগ করি, তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ ফুটবল আমি পছন্দ করি। কীভাবে খেলতে হয়, তা আমি জানি।’