ক্রিকেট তারকা মোস্তাফিজের মাথায় স্ক্যানের পর যা জানা গেল

মাথায় আঘাত পাওয়ার পর মোস্তাফিজকে নেওয়া হচ্ছে হাসপাতালে
মাথায় আঘাত পাওয়ার পর মোস্তাফিজকে নেওয়া হচ্ছে হাসপাতালে  © সংগৃহীত

অনুশীলনে মাথায় আঘাত পাওয়া মোস্তাফিজুর রহমানের অবস্থা গুরুতর নয়। চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ক্রিকেটপ্রেমীদের স্বস্তির খবর দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। স্ক্যান করানোর পর জানা গেছে, মোস্তাফিজের চোট শুধু মাথার বাইরের অংশে।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও জাহিদুল ইসলাম বলেছেন, স্ক্যান করানোর পর জানা গেছে, চোট শুধুই বাইরের অংশে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ নেই। সার্জিক্যাল টিম ক্ষতস্থানে সেলাই করে দিয়েছে। তিনি দলের ফিজিওর পর্যবেক্ষণে থাকবেন।

এর আগে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। রোববার (১৮ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় আঘাত পান তিনি।

আরো পড়ুন: মোস্তাফিজের মাথায় ক্রিকেট বলের আঘাত, নেওয়া হলো হাসপাতালে

জানা গেছে, ম্যাথু ফোর্ডের করা শর্টে মাথায় আঘাত পান মোস্তাফিজ। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নেটে অনুশীলনে মোস্তাফিজ বল করছিলেন। এ সময় পাশের নেটে ব্যাটিং করছিলেন উইন্ডিজ ক্রিকেটার ফোর্ড। তার মারা একটি বল মোস্তাফিজের মাথায় লাগে। এরপর দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।


সর্বশেষ সংবাদ