বিপিএল ছাড়ার আগে আবেগঘন বার্তা বাবর আজমের

বাবর আজম
বাবর আজম  © সংগৃহীত

বিপিএলের চলতি আসরে বিদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে অন্যতম ছিলেন পাকিস্তানের বাবর আজম। বর্তমান সময়ের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন তিনি। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতিয়েছেন এই পাক ক্রিকেটার। তবে পিএসএল শুরু হতে যাওয়ায় নিজ দেশে ফিরে যেতে হচ্ছে বাবরকে। বিপিএল ছাড়ার আগে সমর্থক ও রংপুর রাইডার্সের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন বাবর আজম। 

দ্বিতীয়বারের মতো এবারের বিপিএলে অংশ নিয়েছিলেন এই পাক ক্রিকেটার। রংপুরের জার্সিতে খেলেছেন ছয়টি ম্যাচ। দুই অর্ধশতকে ৫০-এর ওপর গড়ে ২৫১ রান করেছেন তিনি। দলকে রেখে গেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। যাওয়ার আগে নিজ দলকে দেওয়া বার্তায় বাবর জানিয়েছেন, রংপুরের হাতে শিরোপা দেখতে চান তিনি। 

বাবর লেখেন, ‘প্রিয় রংপুর রাইডার্স এখানের প্রতিটি সদস্যের সঙ্গে আমার দারুণ সময় কেটেছে। যে ভালোবাসা ও সমর্থন আমি এখানে পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। দলের সবাই নিঃস্বার্থভাবে টুর্নামেন্টজুড়ে খেলেছে। এটাই এখন পর্যন্ত বড় পার্থক্য গড়ে দিয়েছে। কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফদের অনেক অনেক ধন্যবাদ, সবার চেষ্টা প্রশংসনীয়।’

তিনি আরও লেখেন, ‘এখন আমাদের মূল লক্ষ্য মনোযোগ ঠিক রাখা এবং শিরোপা ঘরে নিয়ে আসা। ভাইদের সামনের ম্যাচগুলোর জন্য শুভ কামনা। আমি আশাবাদী, সামনে আমাদের সুদিন রয়েছে।’


সর্বশেষ সংবাদ