বিসিবির সভাপতি হওয়া ও রাজনীতি নিয়ে যা বললেন তামিম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৪:৫০ PM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:১৫ PM
খেলার মাঠ থেকে তারকা খেলোয়াড়দের রাজনীতির মাঠে যাওয়া নতুন নয়। রাজনীতিতে আলোচনায় মাশরাফি বিন মুর্তজার নামটা আসবে সবার আগে। গেল নির্বাচনে যোগ দিয়েছেন সাকিব আল হাসানও। স্বাভাবিকভাবেই জনমনে কৌতূহল আছে, ক্রিকেট তারকাদের মধ্যে খেলার মাঠ থেকে আর কে নামতে পারেন রাজনীতির মাঠে।
বিপিএল দল ফরচুন বরিশালের অনুশীলন শেষে তারকা ক্রিকেটার তামিম ইকবালকে আজ এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। রাজনীতির প্রশ্নে কিছুটা ধাক্কা খেলেন এই ওপেনার। নিজেকে সামলে তিনি বলেছেন, ‘ভাই, এটা খুব রিস্কি একটা কথা। এখন আমি “না” বললাম। এরপর দেখা গেল ১০ বছর হলো, তখন আপনি এটা ধরে দেখিয়ে দেবেন যে আমি “না” বলেছিলাম।’
রাজনীতি নিয়ে তামিমের আপাতত কোনো পরিকল্পনা নেই—কিন্তু সম্ভাবনাও উড়িয়ে দেননি। তিনি আরও বলেন, ‘সুতরাং কখনোই কোনো কিছুকে “না” বলা ঠিক নয়। তবে এই মুহূর্তে (রাজনীতি নিয়ে) আমার কোনো পরিকল্পনা নেই।’
সাকিব এর মধ্যেই বিসিবির সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তামিমের এমন কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে টাইগার এই ওপেনার বলেন, ‘আমার এইসবে কোনো কিছু না। ইউ নেভার নো, ফিউচার আপনাকে কোন জায়গায় নিয়ে যায়। যদি আল্লাহ আমার কপালে ওই রকম কিছু লিখে রাখেন, সেটা অটোমেটিক্যালি হবে। ওইটা আমি জোর করে চেয়ে নিতে পারব না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার পর বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা মাশরাফি বিন মুতর্জা ও সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছেন কী না বা দেখা হলে জানাবেন কী না এমন প্রশ্নে তামিম বলেন, 'আমার সাথে এখনো দুইজনের কারোর সাথেই দেখা হয়নি। যদি দেখা হয় অবশ্যই কথা তো হবে তখন দেখা যাক কি হয়।