ট্রফির সঙ্গে যত টাকা পেল অজিরা, হেরেও কত পেল ভারত?

অজি বাহিনীর ট্রফি এখন ৬টি
অজি বাহিনীর ট্রফি এখন ৬টি  © সংগৃহীত

চলতি বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া দুই দলই নিজেদের সেরা ক্রিকেট খেলে ফাইনাল নিশ্চিত করেছে। টানা ১০ ম্যাচ জেতা ভারত ব্যাটিং-বোলিং সবক্ষেত্রেই পারফরম্যান্স দেখিয়েছে সমানতালে। ফাইনালে সেই ভারতকে দেখা যায়নি চেনা রুপে। ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৬ষ্ঠ বিশ্বকাপ জয় অজিদের। কিন্তু হারলেও ভারত ক্রিকেট দল এবারের বিশ্বকাপ থেকে কোটি কোটি টাকা উপার্জন করল।

এবারের বিশ্বকাপের প্রাইজমানি আগেই ঘোষণা করেছে আইসিসি। নিয়ম অনুসারে যে দল একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিততে পারবে, তারা ৩৩ কোটি টাকা পাবে। আর যে দল রানার্স আপ হবে, তারা ১৬ কোটি টাকা পাবে। 

এবারের আসরে চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ার হাতে উঠেছে ১১ কেজি ওজনের সোনালি বিশ্বকাপ ট্রফির সঙ্গে বিশাল আর্থিক পুরস্কার। বিশ্বকাপজয়ী দলকে এবার আইসিসি আর্থিক পুরস্কার হিসাবে দিয়েছে ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ কোটি ৩২ লাখ টাকা। 
 
এ ছাড়া ৬০ সেন্টিমিটার উচ্চতার যে ট্রফিটি দেওয়া হবে চ্যাম্পিয়ন দলকে, তার ওজন ১১ কেজি। ট্রফিতে একটি গ্লোব রয়েছে, যা ক্রিকেট বলের প্রতিনিধিত্ব করে। এ ছাড়া ট্রফিতে তিনটি করে ৯টি কলাম রয়েছে। এই কলামগুলো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের প্রতিনিধিত্ব করে। ট্রফিটির ডিজাইন করেন ব্রিটিশ পল মার্সডেন। 

আর রানার্সআপ দল পেয়েছে ২০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকা। ভারতীয় ক্রিকেট দল যেহেতু এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হেরে গিয়েছে, সেকারণে ১৬ কোটি টাকা নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হবে। 

অধিনায়ক রোহিত শর্মা একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনতে শুরু করেছিলেন। কিন্তু, প্যাট কামিন্স এই স্বপ্ন চুরমার করে দিলেন। টানা ১২ বছর পর আবারও টিম ইন্ডিয়ার কাছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু, এবারও ট্রফি খরা অব্যাহত রইল।

এ ছাড়া সেমিফাইনালে হারা দুই দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড পাচ্ছে ৮ লাখ ডলার করে। প্রথম রাউন্ডে আটকে যাওয়া ছয় দল পেয়েছে ১ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ টাকার বেশি)। তারা হলো— পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলংকা ও নেদারল্যান্ডস। এ ছাড়া প্রথম পর্বে জেতা প্রতিটি ম্যাচের জন্য দলগুলোর পকেটে ঢুকেছে ৪০ হাজার ডলার করে (বাংলাদেশি মুদ্রায় ৪৪ লাখ টাকার বেশি)।

প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে স্বাগতিকরা। এরপর টানা সবকটি ম্যাচ জিতে অপরাজিত দল হিসেবে জায়গা করে নেয় ফাইনালে। কিন্তু শেষটা আর উৎসবের আলোয় রাঙাতে পারল না রোহিত শর্মার দল। সেই অজিদের কাছেই হারতে হলো। তাতে করে এক যুগ পর ঘরের মাটিতেই ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও ভেস্তে গেল তাদের।

আরও পড়ুন: হাসপাতালে মা, তবুও ফাইনালে মাঠে নেমেছিলেন শামি

শিরোপার হিসেবে অস্ট্রেলিয়ার ধারেকাছেও নেই কেউ। অজি বাহিনীর যেখানে ট্রফি ৬টি, আর কোনো দলের নেই তিনটি শিরোপাও। টানা দুই হারে বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা নবম জয়ে ২০১৫ সালের পর সোনালী শিরোপা ফের পুনরুদ্ধার করল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence