ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া

আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া  © সংগৃহীত

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে আজ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের রাউন্ড রবিন লীগ পর্বে ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে দক্ষিণ আফ্রিকা। সমান পয়েন্ট অস্ট্রেলিয়ারও। সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে শেষ পর্যন্ত কোন দলের অধিনায়কের মুখে জয়ের হাসি ফোটে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। দ্বিতীয় ম্যাচের আগে কলকাতায় বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। উভয় দলের ২০ ওভার খেলা না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ-ডেতে।

বিশ্বকাপে অতীত ইতিহাস অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলেও দক্ষিণ আফ্রিকার এবারের আসরের দাপুটে পারফরমেন্স সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। ইডেন গার্ডেন্সে দীর্ঘদিনের অভিশাপ কাটিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবার ফাইনালের মঞ্চে নিজেদের জায়গা করতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

রেকর্ড পাঁচ শিরোপায় ওয়ানডে বিশ্বকাপটাকে যেন পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। ফাইনালে উঠেছে আরও দুইবার, পাশাপাশি সেমিতে খেলেছে আরও একবার। অর্থাৎ ১৩তম বিশ্বকাপে এটি তাদের রেকর্ড অষ্টম সেমিফাইনাল হতেও পারে। ম্যাচে সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও একবার বড় দলের স্বাক্ষর রাখতে আত্মবিশ্বাসী অদম্য অজিরা

অন্যদিকে শিরোপা তো দূরে, এমনকি কখনো ফাইনালেও উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে খেলেছে চারবার। চার সেমিফাইনালের মধ্যে দুইবারই প্রোটিয়ারা হেরেছে অস্ট্রেলিয়ার কাছে! সেটিও আবার ‘টাই’ করে গ্রুপ-পর্বে পিছিয়ে থাকার কারণে। বিশ্বকাপের নকআউট পর্বে ‘চোকার্স’ তকমা থেকে এবার বেরিয়ে আসতে মরিয়া লিগ-পর্বে দুর্দান্ত ক্রিকেটশৈলী উপহার দেওয়া টেম্বা বাভুমার দল। 

গ্রুপ পর্বে এই দুই দলের দেখায় বড় ব্যবধানে জয় পেয়েছিল প্রোটিয়ারা। পাশাপাশি ওয়ানডে পরিসংখ্যানেও এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা  এই পর্যন্ত ১০৯ বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা ৫৫ বার জয় পয়েছে, অন্যদিকে অস্ট্রেলিয়া ৫০টি ম্যাচে জয় পেয়েছে। তিনটি ম্যাচ টাই হয়েছে। আর একটি ম্যাচে কোনো ফল আসেনি।

আরও পড়ুন: অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

তবে এই দুই দলের বিশ্বকাপে দেখা হয়েছে ৭ বার। যেখানে দুই দলই তিনটি করে ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ টাই হয়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচটি টাই হয়েছিল এই দুই দলের মধ্যে। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় টাই হয়েও ফাইনালের টিকিট কেটেছিল অস্ট্রেলিয়া।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence