জন্মদিনে ৪৯তম সেঞ্চুরি করে শচীনকে ছুঁলেন কোহলি
- টিডিসি স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৬:০৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
নিজের জন্মদিনে শচীন টেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। এক দিনের ক্রিকেটে কোহলির ৪৯তম শতরান এল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শচীনের কীর্তিতে ভাগ বসালেন কলকাতার ইডেন গার্ডেন্সে। আজ রবিবার কোহলি শতরান পূর্ণ করলেন ১১৯ বলে। ১০টি চারের সাহায্যে।
এবারের বিশ্বকাপে তিনবার শতরানের কাছ থেকে ফিরে আসতে হয়েছে কোহলিকে। বাংলাদেশের বিরুদ্ধে একটি শতরান করলেও ক্রিকেট জনতার মন ভরেনি। অনেকেই প্রত্যাশা করেছিলেন এ বারের বিশ্বকাপেই এক দিনের ক্রিকেটে শচীনের শতরানের সংখ্যা টপকে যাবেন কোহলি। তা হবে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তবে ইডেনের ২২ গজে দক্ষিণ আফ্রিকার বোলারদের শাসন করতে করতে কোহলির স্পর্শ করে ফেললেন শচীনকে। এক দিনের ক্রিকেটে তাঁর ৪৯তম শতরান পূর্ণ হতেই তাঁকে দাঁড়িয়ে অভিনন্দন জানাল ইডেনের ৬৭ হাজারের গ্যালারি।
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ সেঞ্চুরির মালিক হয়েছিলেন কোহলি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ আর শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ রান কোহলির অপেক্ষার প্রহর বাড়িয়েছে কেবল। কিন্তু সেই অপেক্ষা হয়ত ভাল কিছুই জন্যই। নয়ত নিজের জন্মদিনে ওয়ানডে ক্রিকেটে শচীনের সর্বোচ্চ সেঞ্চুরির (৪৯) রেকর্ডে ভাগ বসানো, এমন কৃতিত্বটাই বা কম কী?
শচীন ততদিনে ৪০৭টি ওয়ানডে ইনিংস খেলে ফেলেছিলেন। সেখানে কোহলি খেলেছেন ২৭৬টি। তাই শচীনের থেকে রান কম হলেও গড় অনেকটাই বেশি। ৩৫-এর শচীনের গড় ছিল ৪৪.৩৩। সেখানে কোহলির ৫৮.০৪। অর্থাৎ শচীনের সমান ম্যাচ খেললে তাকে ছাপিয়ে যেতে পারতেন কোহলি।