মাহমুদউল্লাহকে ওপরে খেলাও: ওয়াসিম আকরাম

মাহমুদউল্লাহ ও ওয়াসিম আকরাম
মাহমুদউল্লাহ ও ওয়াসিম আকরাম  © সংগৃহীত

চলতি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডার এলোমেলো ছিল। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল নিয়ে স্বপ্ন দেখেছেন অনেকেই। এবারের বিশ্বকাপে অন্তত সেমিফাইনাল খেলবে টাইগাররা। অথচ বাংলাদেশের টপ অর্ডারের ক্রমাগত ব্যর্থতার মধ্যে ব্যতিক্রম সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম প্রশ্ন তুলেছেন কেন মাহমুদউল্লাহের মত একজন ব্যাটার ৬/৭ নম্বরে নামছেন?

৬ নম্বর নেমে শতক করা সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহর ব্যাটিং অর্ডারের উন্নতি তো হয়নি, উল্টো নেদারল্যান্ডসের বিপক্ষে নেমেছেন ৭ নম্বরে। পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম তাই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে এবার মাহমুদউল্লাহকে ওপরে খেলাতে অনুরোধ করলেন। এই সাবেক ফাস্ট বোলার বলেন, ‘দয়া করে মাহমুদউল্লাহকে ওপরে খেলাও।’ 

ওয়াসিম আকরাম বলেন, যখন আপনার মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে, তখন প্রধান ব্যাটসম্যানকে চারে অথবা পাঁচে খেলান। জানি না, টিম ম্যানেজমেন্ট কী ভাবছে। কেন মাহমুদউল্লাহ ৭ নম্বরে, নিশ্চয়ই কেউ কারণটা আমাকে ব্যাখ্যা করবে। যদি তিন উইকেট চলে যায়, মাহমুদউল্লাহকে পাঠাও। সে এক প্রান্ত আটকে দেবে।

টাইগার ক্রিকেটের সমস্যা নিয়েও কথা বলেছেন ওয়াসিম। বিশেষ করে সাকিব-তামিম দ্বন্দ্ব। তামিমের বিশ্বকাপ না খেলা নিয়ে সাকিবের মন্তব্য। বললেন, ব্যক্তিগত পছন্দ নয়, দেশকে গুরুত্ব দিতে হবে সবার আগে। পাকিস্তানি গ্রেট বলেন, ২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ টেস্ট খেলছে। গড়পড়তা পারফরম্যান্সও বাংলাদেশ করতে পারেনি। বিশ্বকাপে আসার আগে অনেক সমস্যার কথা শুনেছি। জানি না, এর পেছনে রাজনীতিটা কী? দেশকে রাখতে হবে সবার আগে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আর নিজেদের মধ্যে দূরত্ব থাকবে পরে।

এদিকে, পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এ স্পোর্টসের ‘দ্য প্যাভিলিয়ন’ অনুষ্ঠানের এক আলোচনায় ওয়াসিম আকরাম বলেন, ‌‘বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগে।’

দ্য প্যাভিলিয়নের ওই আলোচনায় গ্যালারিতে একটি প্ল্যাকার্ডের কথা উঠে এসেছে, যেখানে বাংলাদেশের একজন সমর্থক লিখেছেন, ‌‘সবসময়ই আমাদের লক্ষ্য পরের বিশ্বকাপ।’

আরও পড়ুন: হারের পর নিজের গালেই জুতা মারলেন গ্যালারিতে বসা এক সমর্থক

ওয়াসিম আকরাম বলেন, ‌‘দলটার ক্রিকেটারদের বয়স কম যেমন, তানজিদ তামিম, তার সঙ্গে আপনাদের থাকা উচিত। লিটন হতাশ করেছেন, শান্ত কী করেছেন আমি জানি না, তার ওপর অনেক ভরসা ছিল, তিনে খেলেছেন, চারে খেলেছেন, কিছু করতে পারলেন না।’

ওয়াসিম আকরাম মনে করেন, বাংলাদেশের ব্যাটারদের নিয়ে কাজ করতেই হবে। বিসিবিকে পরামর্শ দিয়ে পাকিস্তানি কিংবদন্তি বলেন, বলছি না, তাদের বিশ্বকাপ জেতা উচিত। তবে অন্তত বড় দলগুলোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করা উচিত। নতুন ব্যাটসম্যান খুঁজতে হবে। সবাই বসে সিদ্ধান্ত নেয়া উচিত, কীভাবে প্রথম শ্রেণির ক্রিকেট হবে, কোন ধরনের উইকেট হবে?


সর্বশেষ সংবাদ