বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে পারল না পাকিস্তান

৮ বারের দেখায় প্রতিটিতেই পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে
৮ বারের দেখায় প্রতিটিতেই পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে  © সংগৃহীত

এক দিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত ও পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ প্রথমবার মুখোমুখি হয়েছিল ১৯৯২ সালে। অস্ট্রেলিয়ার মাটিতে। সর্বশেষ আজ শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখিতে ভারতের কাছে ৭ উইকেট হেরেছে পাকিস্তান। ফলে ৮ বারের দেখায় প্রতিটিতেই পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে। চলতি আসরে টানা তিন জয়ে শেষ চারের পথও অনেকটা এগিয়ে নিয়েছে। 

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আহমেদাবাদে সন্ধ্যার শিশিরের প্রভাবে পরে বোলিংয়ের ঝুঁকি নেননি তিনি। ব্যাট করতে নেমে পাকিস্তান অবশ্য ভালো শুরু পেয়েছিল। ওপেনার আব্দুল্লাহ শফিক (২০) ও ইমাম উল ৪১ রানের জুটি দেন। পরে ইমাম উল ফিরে যান ৩৬ রান করে। তৃতীয় উইকেটে ৭৮ রান যোগ করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের অধিনায়ক খেলেন ৫০ রানের ইনিংস। 

তিনি দলের ১৫৫ রানে আউট হন। তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে ৩৬ রান তুলতেই পরের সাত ব্যাটার সাজঘরে ফিরে যান। সৌদ শাকিল (৬), মোহাম্মদ ইফতিখার (৪) ও শাদাব খান (২) ব্যর্থ হন। ভরসা দেওয়া রিজওয়ান ফিরে যান ৪৯ রান করে। পাকিস্তান ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায়। 

জবাব দিতে নেমে ২৩ রানে প্রথম ধাক্কা খায় ভারত। ডেঙ্গু জ্বর থেকে উঠে মাঠে ফেরা শুভমন গিল ১৬ রান করে আউট হন। অন্য প্রান্তে রোহিত শর্মা ঝড়ো ব্যাটিং করলেও বিরাট কোহলি ফিরে যান ১৬ রান যোগ করে। তবে অধিনায়ক রোহিতই ম্যাচ ভারতের হাতে এনে দিয়ে আউট হন। তিনি খেলেন ৬৩ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস। ছয়টি করে চার ও ছক্কা মারেন ‘হিটম্যান’ খ্যাত এই ওপেনার। পরে শ্রেয়াস আয়ার ৫৩ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ৩১ ওভারেই জয় এনে দেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence