বাংলাদেশের কাছে ভারতের হারে শান্তি পাচ্ছে পাকিস্তানিরা: শোয়েব আখতার

শোয়েব আখতার
শোয়েব আখতার  © সংগৃহীত

চলতি এশিয়া কাপে কোনো ম্যাচে হারেনি ভারত। তবে সুপার ফোরের  নিয়ম রক্ষার ম্যাচে শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে রোহিত শর্মা ৬ রানে হারের তিক্ত স্বাদ পেয়েছে। ভারতকে হারানোয় বাংলাদেশের প্রশংসায় মেতেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার। তিনি জানান, ভারতের এই পরাজয়ে অনেক পাকিস্তানিই খুশি হবে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ। যেখানে টাইগারদের কাছে পরাজিত হয় রোহিত-কোহলিরা। বাংলাদেশের কাছে ভারতের পরাজয়কে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।

নিজের ইউটিউব চ্যানেলে ভারতের এই পরাজয়কে লজ্জাজনক বলেও মন্তব্য করেন শোয়েব আখতার। তিনি বলেন, ‘ভারত কাদের কাছে ম্যাচ হেরেছে? বাংলাদেশের কাছে, যাদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলায় যায়। ভারতের জন্য এটি লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করে বলছে পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরেছে। শ্রীলঙ্কা কিন্তু ভালো দল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশও ভালো দল। বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায় তারা। ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারল।’ ভারতের জন্য এটা একটা সতর্কবার্তা। পাকিস্তানকে হারিয়েই নিজেদের সেরা ভাবার সুযোগ নেই। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।

বাংলাদেশের প্রশংসা করে পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, ‘ভারত এত বড় দল হয়েও বাংলাদেশের কাছে হারল। তারা কিন্তু ভালো খেলেছে, অথচ গিলের সেঞ্চুরিও কাজে লাগেনি। শেষ পর্যন্ত বাংলাদেশকে কৃতিত্ব দিতে হয়। তারা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে আমরাও আছি।’

শোয়েবের মতো রমিজ রাজাও এই হারকে ভারতের জন্য সতর্কবার্তা হিসেবেই দেখছেন। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেছেন, ‘বাংলাদেশ ভারতকে সতর্কবার্তা দিল। মানছি, প্রধান খেলোয়াড়েরা খেলতে পারেননি। কিন্তু এরপরও ফাইনালের আগে জেতা প্রয়োজন ছিল। এটা অবশ্য নিয়ম রক্ষার ম্যাচ। যদিও এ ধরনের ম্যাচের ভালো ব্যাপার হচ্ছে, বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ মেলে। বাংলাদেশও বেঞ্চের খেলোয়াড়দের পরীক্ষা করেছে, যেখানে দু-তিনজন অসাধারণ পারফরম্যান্স করে দেখিয়েছে।’

আরও পড়ুন: ভারতকে হারানোর পর আই লাভ ইউ, সাকিবকে শিশির

অভিষিক্ত তানজিমে দারুণ মুগ্ধ রমিজ বলেছেন, ‘তানজিমের কথা বলতে হয়। ওদের ওপেনিং বোলার। কী অসাধারণ আউট সুইং সে করেছে! বলে গতি ছিল এবং তার শরীরী ভাষাও দারুণ ছিল। রোহিত শর্মার উইকেট নেওয়ার পাশাপাশি টপ অর্ডারকে সে বড় ধাক্কা দিয়েছে। এরপর তারা শেষ পর্যন্ত লড়াই করেছে এবং ম্যাচটা জিতে নিয়েছে।’

এদিকে, শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে খুব বেশি দিন বিশ্রামে থাকতে পারবেন না টাইগাররা। আগামী ২১ তারিখ থেকেই শুরু হবে বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ।


সর্বশেষ সংবাদ