ওয়েস্ট ইন্ডিজের পর বিশ্বকাপে খেলা হচ্ছে না জিম্বাবুয়েরও

স্কটল্যান্ড দল
স্কটল্যান্ড দল  © সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েরকে ছাড়া ভারতে বসবে এবারের ক্রিকেট বিশ্বকাপ। টিকে থাকতে হলে বুলাওয়ায়োতে আজ মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে সুপার সিক্সের ম্যাচে স্কটিশদের বিরুদ্ধে জিতলেই নিশ্চিত হয়ে যেত বিশ্বকাপে খেলা। কিন্তু আড়াইশর কম রানের লক্ষ্য তাড়ায় হতাশ করলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। দারুণ জয়ে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল স্কটল্যান্ড।

স্কটল্যান্ডের বিপক্ষে ৩১ রানে হারে জিম্বাবুয়ে। ২৩৫ রানের লক্ষ্য তাড়ায় ২০৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

গ্রুপ পর্ব থেকে ৪ পয়েন্ট সঙ্গে নিয়ে অনেকটা এগিয়ে থেকে সুপার সিক্স শুরু করে জিম্বাবুয়ে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে নিজেদের সবশেষ দুই ম্যাচেই হেরে শেষ হয়ে গেল তাদের বিশ্বকাপে খেলার সম্ভাবনা।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই হবে এবারের ক্রিকেট বিশ্বকাপ

৮ পয়েন্ট নিয়ে এরই মধ্যে ২০২৩ বিশ্বকাপের টিকতে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে স্কটল্যান্ড। সমান ৬ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থাকায় তিনে জিম্বাবুয়ে।

এর আগে গত শনিবার স্কটিশদের বিরুদ্ধে হেরে ওয়েস্ট ইন্ডিজও বিশ্বকাপ বাছাইয়ের পর্ব থেকে বাদ পড়েছিল। যে স্কটল্যান্ড এর আগে কখনোই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারেনি। সেই হার ছিল ৭ উইকেটের বিশাল ব্যবধানে।


সর্বশেষ সংবাদ