সাকিবের পুরো নাম না জানলে জেনে নিন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৮:১১ PM , আপডেট: ১৯ মার্চ ২০২৩, ০৮:১১ PM
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) থেকে স্নাতক সম্পন্ন করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আজ রবিবার সমাবর্তন হাজির হয়ে সনদ গ্রহণ করেন তিনি। আর সেখানেই জানা গেছে তার পুরো নাম।
গ্র্যাজুয়েটদের তালিকায় তার নাম দেখা যায় ‘খন্দকার সাকিব আল হাসান’ হিসেবে। এআইইউবির ২০০৯-১০ সেশন থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি সম্পন্ন করেছেন ক্রিকেটার সাকিব। সনদ গ্রহণ শেষে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
কোচ-টিচারদের ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, আমার সব কোচ-টিচারকে আমি ধন্যবাদ জানাই। তাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতে না। এআইইউবিকে ধন্যবাদ জানাই, তারা সবসময় আমাকে সমর্থন করেছে। শুধু আমাকে না, আমাদের ক্রিকেট দলের অনেকেই এখানে পড়াশোনা করছে।
সাকিব আরও যোগ করেন, খুব বেশি কিছু বলার নেই। সবাইকে দেখে খুব ভালো লাগছে। আশা করি সবার জীবন সামনে এগিয়ে যাবে। শুধু একটা কথাই বলবো, যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন। লক্ষ্য নির্ধারণ করে সততার সাথে কাজ করবেন, আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে। আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব।
সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সদয় সম্মতিক্রমে সভাপতিত্ব করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন।