চট্টগ্রামের ম্যাচগুলো দেখা যাবে ২০০ টাকায়
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ১১:১০ AM , আপডেট: ০৫ মার্চ ২০২৩, ১১:১০ AM
টানা দুই ম্যাচ হেরে ঘরের মাঠে সিরিজ হারের স্বাদ পেতে হয়েছে তামিম ইকবালের দল। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের দাম অপরিবর্তিত রেখেছে বিসিবি। মিরপুরে অনুষ্ঠির প্রথম দুই ম্যাচের টিকিটের দাম ছিল সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকা। চট্টগ্রামের ম্যাচের জন্যও একই মূল্যের টিকিট ছাড়ছে বিসিবি। ওয়ানডে টিকিটের দাম ও টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের দামও একই। এরই মধ্যে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ইংল্যান্ড দল।
আগামী সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি একই ভেন্যুতে হবে ৯ মার্চ। আজ (রোববার) সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। বিটাক চত্ত্বরের পাশে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে মিলবে টিকিট।
বৃহস্পতিবার (৯ মার্চ) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটিতে মাঠে নামবে বাংলাদেশ-ইংল্যান্ড।
আরও পড়ুন: ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত আশরাফুলের
শেষ ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টির জন্য গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা, রুফ টপ হসপিটালিটি ১৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০ টাকা, ক্লাব হাউজ- ৫০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।
এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য।