রোনালদো, লেভানডোভস্কি পেলেও যে পুরস্কার জেতা হয়নি মেসির

রোনালদো গোল্ডেন ফুট পেলেও মেসি এখনো পাননি
রোনালদো গোল্ডেন ফুট পেলেও মেসি এখনো পাননি  © ইন্টারনেট

সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি, সোনার বলও পেয়েছেন। ফুটবল জীবনে সম্ভাব্য সব পুরস্কারই জিতেছেন। তবে কখনো ‘গোল্ডেন ফুট’ জিততে পারেননি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রবার্ট লেয়নডস্কিরাও পেয়েছেন এ পুরস্কার।

ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে হারিয়ে মেসির স্বপ্নপূরণ হয়। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এত কিছুর পরেও ‘গোল্ডেন ফুট’ জিততে পারেননি মেসি। পেয়েছেন লেওয়ানডস্কি। তিনি সদ্য বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন। স্পেনের ক্লাবের হয়ে এ পর্যন্ত ১৮টি গোলও করেছেন তিনি। তাঁকেই ‘গোল্ডেন ফুট’ পুরস্কার দেওয়া হয়।

‘গোল্ডেন ফুট’ পুরস্কার ২০ বছর ধরে দেওয়া হচ্ছে। এ পুরস্কার পাওয়ার জন্য ফুটবলারের বয়স অন্তত ২৮ বছর হতে হয়। সাংবাদিকরা ভোট দিয়ে বেছে নেন পুরস্কার জয়ী। মেসির বয়স ৩৫ বছর। সাত বছরেও এ পুরস্কার জেতার সৌভাগ্য হয়নি তাঁর। এক জন ফুটবলার এ পুরস্কার এক বারই জিততে পারেন।

আরো পড়ুন: নির্বাচকের দায়িত্ব পেয়েই পাকিস্তান দলে পরিবর্তন আনলেন আফ্রিদি

৩৪ বছরের লেয়নডস্কি ফুটবল কেরিয়ারে সব মিলিয়ে ৫২৭টি গোল করেছেন। ‘গোল্ডেন ফুট’ পেয়ে তিনি বলেন, প্রচণ্ড গর্ব হচ্ছে পুরস্কার পেয়ে। আমি জানি কতটা পরিশ্রম করেছি পাওয়ার জন্য। অতীতে এ পুরস্কার যাঁরা জিতেছেন, সেই তালিকা দেখলে সত্যিই গর্ব বোধ হয়।

মেসি পরের বছর এ পুরস্কার জেতার অন্যতম দাবিদার। তিনি প্যারিসের ক্লাবের হয়েই খেলবেন বরে মনে করা হচ্ছে। ক্লাব ও দেশের হয়ে ছন্দে রয়েছেন তিনি। বিশ্বকাপেও সেরা ফুটবলার হয়েছেন। শুধু ‘গোল্ডেন ফুট’ পুরস্কারটাই পাওয়া বাকি মেসির।


সর্বশেষ সংবাদ