আইপিএল নিলাম: সাকিবের পর প্রথম ডাকে অবিক্রিত লিটনও

  © ফাইল ছবি

আইপিএল নিলামের প্রথম ধাপে দল পেলেন না সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। তবে দলগুলোর আগ্রহের ভিত্তিতে আবারও ডাকা হতে পারে বাংলাদেশের এই দুই ক্রিকেটারের নাম। 

কোচিতে আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয় ২০২৩ আইপিএলের নিলাম। অলরাউন্ডারদের ক্যাটাগরিতে প্রথমেই ডাকা হয় সাকিবের নাম। কিন্তু কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি। 

এই নিয়ে টানা দুই নিলামে দল পেলেন না বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক। গত আসরে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে নাম লিখিয়ে দল পাননি তিনি। এবার ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি কমিয়েও আকর্ষণ করতে পারলেন না কাউকে।   

২০১১ সালের আইপিএলে প্রথমবার সুযোগ পান সাকিব। সেবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। এরপর ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের আসরে একই দলে ছিলেন তিনি। ২০১২ ও ২০১৪ সালে পান শিরোপার স্বাদ। 

২০১৮ সালের টুর্নামেন্টের আগে সাকিবকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ওই দলে দুই আসর খেলেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। এরপর ২০২১ আসরে ফের কলকাতায় ফেরেন তিনি। 

কিপার-ব্যাটসম্যানদের মধ্যে লিটনের নাম ওঠে সবার আগে। কিন্তু ৫০ লাখ ভিত্তিমূল্যের ক্রিকেটারকে নেয়নি কোনো দল। 

সাকিব ছাড়া প্রথম ধাপে স্পিন অলরাউন্ডারদের মধ্যে উঠেছে শুধু সিকান্দার রাজার নাম। তাকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence