ফাইনালে যেসব রেকর্ডের সামনে মেসি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৮:৩৫ AM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২, ০৮:৩৫ AM
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল আজ। মুখোমুখি আর্জেন্টিনা ও ফ্রান্স। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে বর্তমান সময়ের সেরা খেলোয়াড় মেসি বেশ কয়েকটি রেকর্ড করতে যাচ্ছেন।
কাতার বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স।
বিশ্বকাপের সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি ফুটবলের জাদুকর লিওনেল মেসির। কাতারে বিশ্বকাপ জিতলে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পাবেন। এছাড়া অধিনায়ক হিসেবে আর্জেন্টিনার অপর দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যানিয়েল পাসারেল্লা এবং দিয়েগো ম্যারাডোনাকে স্পর্শ করবেন লিওনেল মেসি।
বিশ্বকাপের ফাইনালে অংশগ্রহণের মধ্য দিয়েই সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছুঁবেন মেসি। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছেন তিনি। সমান ম্যাচ খেলেছেন জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউজ। রোববার ফ্রান্সের বিপক্ষে ফাইনালে মাঠে নামলেই মেসি বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন।
মেসি যদি গোল করেন এবং এমবাপ্পে গোল না পান, বা হুলিয়ান আলভারেজ ও অলিভিয়ের জিরুদ একটির বেশি গোল না করেন, তাহলে গোল্ডেন বুট পাবেন মেসি। প্রতিযোগিতার সেরা ফুটবলার হওয়ার জন্য গোল্ডেন বলও পেতে পারেন মেসি। ২০১৪ সালেও এই পুরস্কার পেয়েছিলেন তিনি। প্রথম ফুটবলার হিসেবে দু’বার জেতার নজির গড়বেন তিনি।
ফাইনালে মাত্র ২৪ মিনিট খেললেই ভাঙবেন আরো একটি রেকর্ড। মেসি এখন পর্যন্ত বিশ্বকাপে খেলেছেন ২ হাজার ১৯৪ মিনিট। মেসির আগে আছেন ইতালির ফুটবলার পাওলো মালদিনি। তিনি খেলেছেন ২ হাজার ২২৭ মিনিট। এখনও পর্যন্ত চার বার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন মেসি। আর একটি পেলেই এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার নজির গড়বেন।
আর একটি গোল করলে এক বিশ্বকাপে ছয়টি গোল হবে মেসির। এক বিশ্বকাপে যা হবে তার সর্বোচ্চ। ২০১৪ বিশ্বকাপে পাঁচটি গোল ছিল। পাশাপাশি আর একটি গোল করলে বিশ্বকাপে পেলের মোট গোলের সংখ্যাও ছুঁয়ে ফেলবেন। ম্যারাডোনাকে আগেই পেরিয়ে গিয়েছেন।
আরও পড়ুন: মেসির মাথায় মুকুট উঠবে নাকি অপরাজেয় ফ্রান্স
ফাইনালে মেসি গোল বা অ্যাসিস্ট করলে, বিশ্বকাপে সবচেয়ে বেশিবার গোলের হওয়ার পেছনে যুক্ত থাকতে পারবেন। এই মুহূর্তে ১৯টি (১১ গোল, ৮ অ্যাসিস্ট) অবদান রয়েছেন তার। একই স্থানে রয়েছেন জার্মানির মুলার এবং ব্রাজিলের রোনালদো।
ফাইনালে ফুটবলের কিংবদন্তি পেলের রেকর্ডও ছুঁতে পারেন মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত ৯টি গোল করিয়েছেন তিনি। একটি গোল করালে পেলের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। দুটি গোলে সহায়তা করতে পারলে পেলেকে ছাঁড়িয়ে যাবেন মেসি।