আর্জেন্টিনার যেসব খেলোয়াড় সেমিফাইনালে খেলতে পারবেন না
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৯:২৮ AM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২২, ১০:০৪ AM
নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শনিবার সেমিফাইনাল নিশ্চিত করেছে মেসির আর্জেন্টিনা। ম্যাচে রেফারি একের পর এক কার্ড দেখিয়ে গেছেন দুই পক্ষকে। ১৫টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেখেছে এই ম্যাচ। যার ফলে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারবেন না খেলোয়াড় গঞ্জালো মন্টিয়েল এবং মার্কোস অ্যাকুনা।
আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচে একটা হাত পকেটের আশপাশেই রাখছিলেন, একটু এদিক সেদিক হলেই কোনো কথা নেই, কার্ড। কড়া হেডমাস্টারের ভূমিকায় অবতীর্ণ হওয়া এই রেফারি রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে গড়েছেন কার্ড দেওয়ার রেকর্ড। যে ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে মেসির আর্জেন্টিনা।
অধিনায়ক লিওনেল মেসি ও ম্যানেজার লিওনেল স্কালোনিসহ আর্জেন্টিনা শিবিরের ৯ সদস্যকে প্রতিযোগিতায় হলুদ কার্ড দেখানো হয়।
ওই দিন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়দের হলুদ কার্ড দেখানো হয়েছে, তাদের মধ্যে দুজন আগেই টুর্নামেন্টে একটি করে হলুদ কার্ড পেয়েছেন। তারা হলেন গঞ্জালো মন্টিয়েল এবং মার্কোস অ্যাকুনা। ফলে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারবেন না তারা।
হলুদ কার্ড দেখায় বাদ পড়েননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সেমিফাইনাল খেলতে সমস্যা নেই।
২০২২ থেকে বিশ্বকাপের জন্য নতুন আইন চালু করে ফিফা। এই আইনে একজন খেলোয়াড় যদি টুর্নামেন্টে দুইটি হলুদ কার্ড খায় তাহলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবে। এমন ডাচদের সাথে নামার আগে আকুনিয়া ও মন্টিয়েল দুই জনই হলুদ কার্ডে ছিলেন। গত ম্যাচে হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে তাই নামতে পারবেন না।
তবে নতুন আইন অনুযায়ী, সেমিফাইনাল থেকে 'কার্ড-কাউন্ট' আবার নতুন করে শুরু হবে, আগের সব হিসেব বাদ যাবে। তাই কাল মেসি-রোমেরোরা হলুদ কার্ড দেখলেও সেটা সেমিতে উঠলে নাকচ হয়ে যাবে। সে কারণেই সেমিতে হলুদ কার্ড দেখলেও ফাইনালে খেলতে কোনো বাধা নেই মেসিদের। তবে লাল কার্ড দেখলে নিষিদ্ধ হতে হবে তৃতীয় স্থান বা ফাইনাল থেকে।
শনিবার অন্য দুই কোয়ার্টার ফাইনালেও ঝুঁকিতে আছেন আরও বেশ কজন। পর্তুগালের রুবেন দিয়াস, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজরা আজ হলুদ কার্ড দেখলে খেলতে পারবেন না সেমিতে। অন্যদিকে মরক্কোর হয়ে হলুদ কার্ড দেখেছেন সোফিয়ান আমরাবাত, রোমান সাইসরা। ফ্রান্সের শুধু জুলস কৌন্ডে ও অরেলিয়েন সুয়ামেনি আছেন হলুদ কার্ডের ঝুঁকিতে।
মাতু লাহোজ ফুটবলারদের ১৫টি হলুদ কার্ড দেখান মূল খেলায়। এর মধ্যে আর্জেন্টিনার ৮ ফুটবলার পান ৮টি এবং নেদারল্যান্ডসের ৭ ফুটবলার পান ৭টি হলুদ কার্ড।
আরও পড়ুন: ঐতিহাসিক জয়ের পর সেজদায় লুটিয়ে পড়লো মরক্কোর ফুটবলাররা
আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লিড নিয়েছিল যখন মেসির দুর্দান্ত পাসে নাহুয়েল মোলিনা গোল করেন। মেসি পেনাল্টি কিকে দ্বিতীয় গোল করলে আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে যায়। কিন্তু ওয়াউট ওয়েঘর্স্টের দুটি গোলে সমতায় ফিরে নেদারল্যান্ড। এরপর ম্যাচের ফল নির্ধারিত হয় টাইব্রেকারে।
নেদারল্যান্ডসকে পেনাল্টি শুট আউটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে লিওনেল মেসির দল। টাইব্রেকে ৪-৩ গোলে হারে নেদারল্যান্ডস। টাইব্রেকে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক ও স্টিভেন বার্গুইসের শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন।