দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোল উৎসব

ব্রাজিলের গোল উৎসব
ব্রাজিলের গোল উৎসব  © সংগৃহীত

কাতার বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলা ব্রাজিল  ৪-১ গোলে হারায় দক্ষিণ কোরিয়াকে। চলতি বিশ্বকাপে সেরা স্কোয়াড নিয়েই মাঠে নেমেছে যে ব্রাজিল। এবারের আসরের জন্য যখন ২৬ সদস্যের দল ঘোষণা করে তিতে, তখন ফুটবল বিশ্লেষকরা বলেই রেখেছিলেন, এটিই সবার থেকে সেরা দল।

প্রথমার্ধে চার গোলের দেখা পেলেও দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে না পারায় ব্যবধান বাড়াতে পারেনি সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া একটি গোল পরিশোধ করলেও ব্রাজিলকে চাপে ফেলতে পারেনি তারা। ম্যাচের সাত মিনিটে ডান দিক থেকে বল নিয়ে ভিনিসিয়াসের দিকে ক্রস দেন রাফিনিয়া। সেই বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন ভিনিসিয়াস। প্রথম গোলের পর দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। 

প্রথম গোলের মিনিট তিনেক পরেই দ. কোরিয়ার ডি বক্সে ফাউলের শিকার হন রিচার্লিসন। ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। 

ম্যাচের ২৯তম মিনিটে চমক দেখায় রিচার্লিসন। থিয়াগো সিলভার বাড়ানো বলে নিখুঁত ফিনিশিংয়ে দলের তৃতীয় গোলটি করেন তিনি। এর মাত্র ৭ মিনিট পরেই ব্যবধান ৪-০ করেন লুকাস পাকুয়েতা। ম্যাচের প্রথম গোল করা ভিনিসিয়াস ব্যাক ক্রস দেন পাকুয়েতাকে, সেই ক্রস থেকে দারুণ দক্ষতায় গোল করেন তিনি। 

৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধে নিজেদের ছন্দ ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের রাফিনিয়া গোলের দুটি সুযোগ তৈরি করলেও কোরিয়ার গোলরক্ষক কিম সিং গুই তার দুটি শটই আটকে দেন। 

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে দুর্দান্ত এক গোল করে দক্ষিণ কোরিয়া।  ফ্রি কিক থেকে বল ফিরে পাওয়ার পর পাইক সিনওগোহ দূরপাল্লার শট ব্রাজিলের গোলরক্ষক বেকারকে বাকরুদ্ধ করে দেন। ভলিতে বল নামিয়ে বাঁ পায়ের জোড়ালো শটে ব্রাজিলের রক্ষণ ভাঙেন সিনওগোহ। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমাররা।

আরও পড়ুন: পেনাল্টি শুট আউটে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

গ্রুপপর্বের শেষ ম্যাচে বেঞ্চে থাকা স্কোয়াড পরীক্ষার কথা বলেছিলেন তিতে, সেটি করেও দেখালেন। শুধুমাত্র একজন প্লেয়ারকে মাঠে নামানো হয়নি, তিনি হলেন ওয়েভারতন। এবার সেটিও করে দেখালেন সেলেসাও কোচ। শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৮১তম মিনিটে আলিসনকে উঠিয়ে পালমেইরাস গোলরক্ষককে নামান তিনি।

এদিকে, স্কোয়াডে থাকা পূর্ণ ২৬ জন সদস্যকে মাঠে নামিয়ে রেকর্ডও গড়লেন তিতে। বিশ্বের প্রথম দল হিসেবে স্কোয়াডের সবগুলো সদস্যকে মাঠে নামিয়েছেন ব্রাজিলিয়ান এই কোচ। 

এর আগে ২০১৪ সালে ৯১% স্কোয়াড খেলিয়েছেন সেসময়ের সেলেসাও কোচ স্কলারি। ২৩ সদস্যের মধ্যে মাত্র দুইজন মাঠে নামেননি। তারা হলেন জেফারসন ও ভিকতর। এছাড়া ২০০২ বিশ্বকাপেও খেলেছিল ৯১% স্কোয়াড। ২৩ জন সদস্যের মধ্যে মাঠে নামা হয়নি দিদা ও রোসারিও চেনির।

ফ্রান্স ও ইংল্যান্ডেরও ৯১% স্কোয়াড খেলানোর তালিকায় নাম আছে। ১৯৩৮ বিশ্বকাপে ফরাসি কোচ আদেমার পিমেনতা খেলাননি নারিজ ও নিগিনিয়োকে। ইংলিশ কোচ ভিসেন্তে ফিওলা ১৯৬৬ সালের বিশ্বকাপে খেলাননি এডু এবং জিটোকে।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence