অপাত্রে আবেগ ঢেলে মানুষ ধ্বংস ডেকে আনতে পারে: আহমাদুল্লাহ

ফুটবল বিশ্বকাপ নিয়ে অভিমত প্রকাশ করেছেন  শায়খ আহমাদুল্লাহ
ফুটবল বিশ্বকাপ নিয়ে অভিমত প্রকাশ করেছেন শায়খ আহমাদুল্লাহ  © সংগৃহীত

পর্দা ওঠেছে কাতার বিশ্বকাপের। ফুটবল বিশ্বকাপ নিয়ে মুসলিম তরুণ-তরুণীদের মধ্যে যে উচ্ছ্বাস-উন্মাদনা চলছে, তা নিয়ে ইসলামী দৃষ্টিকোন থেকে অভিমত প্রকাশ করেছেন ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি তরুণ প্রজন্মকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়ে থাকেন। সম্প্রিতি ফুটবল বিশ্বকাপ নিয়ে তিনি নিজের ফেসবুক পেজে বলেছেন, অপাত্রে আবেগ ঢেলে মানুষ নিজের ধ্বংসও ডেকে আনতে পারে।

সোমবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। 

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আবেগ, উচ্ছ্বাস ও উদ্যম মানুষের গুরুত্বপূর্ণ সম্পদ। আবেগ দিয়ে মানুষ অনেক কিছু অর্জন করতে পারে, আবার অপাত্রে আবেগ ঢেলে মানুষ নিজের ধ্বংসও ডেকে আনতে পারে। ‘খেলা’ মানসিক রিফ্রেশমেন্ট ও শরীর চর্চার একটি উপকরণ মাত্র। 

শরীয়ার সীমানায় থেকেও তা থেকে উপকৃত হবেন একজন ঈমানদার। কিন্তু আখিরাত বিশ্বাসী মানুষ, যার প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ এবং যার প্রতিটি কর্মকাণ্ড লিপিবদ্ধ হচ্ছে হিসাবের খাতায়, ‘খেলা’ র মতো তুচ্ছ বিষয়ে মেতে থাকা তাকে মানায় না।

বিশ্বকাপের এই আয়োজনকে বৃহৎ বাণিজ্যের বিশাল আয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘খেলার নামে চলা এসব আসর যে বৃহৎ বাণিজ্যের বিশাল আয়োজন সে কথা কে না জানে? অথচ, নিজের মূল্যবান আবেগকে আমরা সে বাণিজ্যের কাঁচামালে পরিণত করি। কত সস্তা আমাদের আবেগ! সফল মুমিন তো তিনি, যিনি এ জাতীয় অনর্থক বিষয় থেকে নিজেকে বিরত রাখবেন।

তিরমিজীর প্রসিদ্ধ হাদিসের ভাষ্য—একজন ভালো মুসলিমের অন্যতম গুণ হলো, তিনি এমন কাজ পরিহার করে চলবেন, যে কাজ তার দুনিয়া ও আখিরাতের কল্যাণ সাধন করে না।

আরও পড়ুন: হিজাববিরোধী আন্দোলনের সমর্থনে জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানি খেলোয়াড়রা

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘রাসুল (সা.) ভবিষ্যদ্বাণী করে গেছেন, কিয়ামতের আগে চোখ ধাঁধানো ফিতনার প্লাবনে অনেক নামধারী মুসলমানের ঈমান ভেসে যাবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েও যারা ঈমান বা ঈমানি চেতনাহীন হয়ে যাবে, তারা কতই না দুর্ভাগা! মহান আল্লাহ আমাদের ঈমান ও আমলের ওপর অটল রাখুন, ফিতনা থেকে হেফাজত করুন।

প্রসঙ্গত, দেশে-বিদেশে শিক্ষা, সেবা ও দাওয়াহ ছড়িয়ে দিতে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’। বাংলাদেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব তিনি। বিদগ্ধ আলোচক, লেখক ও খতিব। ইসলামের জন্য তিনি নানামুখী কাজ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence