অক্ষর, ক্যামেরনকে ছাড়িয়ে আইসিসির মাস সেরা রিজওয়ান

সেপ্টেম্বর মাসে ৭টি ফিফটি করেন মোহাম্মদ রিজওয়ান
সেপ্টেম্বর মাসে ৭টি ফিফটি করেন মোহাম্মদ রিজওয়ান  © সংগৃহীত

আইসিসির মাসসেরা পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় তাঁর সঙ্গে ছিলেন ভারতের অক্ষর প্যাটেল ও অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। জীবনে প্রথম আইসিসির মাসসেরার পুরষ্কার জিততে রিজওয়ান পেছনে ফেলেছেন অক্ষর প্যাটেল ও তরুণ উদীয়মান অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিণকে।

সোমবার (১০ অক্টোবর) আইসিসির মাসসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

আইসিসি টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এখন ১ নম্বরে আছেন রিজওয়ান। পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান সেপ্টেম্বরজুড়ে ছিলেন দুর্দান্ত ফর্মে। এশিয়া কাপ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ মিলিয়ে ১০ টি–টোয়েন্টিতে ৬৯.১২ গড়ে তোলেন ৫৫৩ রান, যার মধ্যে ফিফটি ছিল ৭টি। 

ব্যাট হাতে মোহাম্মদ রিজওয়ানের জাদু যেন কমছেই না। গেল মাসে ইংল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক পারফর্ম করার পর এবার ত্রিদেশীয় সিরিজেও ফোটাচ্ছেন রানের ফোয়ারা। আর তাতে আইসিসির পক্ষ থেকে সুসংবাদ পেলেন পাকিস্তানের এ ওপেনার। সেপ্টেম্বর মাসে আইসিসির সেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন তিনি। 

মাসসেরার খেতাব জেতার পেছনে সকল কৃতিত্ব নিজের সতীর্থদের দিয়েছেন রিজওয়ান। এছাড়া নিজের পুরষ্কারকে উৎসর্গ করেছেন পাকিস্তানের বন্যাদুর্গত মানুষের নামে। 

‘সতীর্থদের কৃতিত্ব জানাতে চাই আমার কাজটা সহজ করে দেয়ার জন্য। এই ধরনের অর্জন আত্মবিশ্বাস বাড়ায়। নিজের পারফরম্যান্সে আমি খুশি এবং এই ধারাবাহিকতা অস্ট্রেলিয়ায়ও বজায় রাখতে চাই। পাকিস্তানের বন্যাদুর্গত মানুষের নামে আমার পুরষ্কারটি উৎসর্গ করছি। আশা করি এটা তাদের মনে হাসি ফোটাবে।’ 

এদিকে মেয়েদের ক্রিকেটে মাসসেরার পুরষ্কার জিতেছেন হারমানপ্রীত কর। সামনে থেকে নেতৃত্ব দিয়ে গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে সিরিজ জিতিয়েছেন ভারতীয় অধিনায়ক। সিরিজে ব্যাট হাতে ২২১ রান করেছেন ডানহাতি এ ব্যাটার। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence