ছাত্রীদের উত্ত্যক্ত করায় স্কুলছাত্রের কারাদণ্ড

অভিযুক্ত আশিষ
অভিযুক্ত আশিষ   © টিডিসি ফটো

গোপালগঞ্জের কোটালিপাড়ায় ছাত্রীদের উত্ত্যক্ত করায় আশিষ বাড়ৈ (১৬) নামে এক কিশোরকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন এ শাস্তি দেন।

দণ্ডপ্রাপ্ত আশিষ বাড়ৈ উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও দক্ষিণ ধারাবাশাইল গ্রামের মিল্টন বাড়ৈর ছেলে।

আরও পড়ুন : মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় স্কুলছাত্রকে কারাদণ্ড

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার মল্লিক জানান, বুধবার বিকালে বিদ্যালয় চলাকালীন ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির তিন ছাত্রীকে উত্ত্যক্ত করে আশিষ। পরে আমরা তাকে বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রেখে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদকে জানাই। এরপর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন বিদ্যালয়ে পৌঁছে আশিষকে দেড় বছরের সাজা দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন জানান, ঘটনার সততা পাওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ