মতিঝিল আইডিয়াল স্কুলে ভর্তির ফল প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৪০ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৪ PM
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চলতি বছরের শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার স্কুলটির তিন শাখার ২য় ও ৩য় শ্রেণিতে ভর্তিচ্ছু বালকদের ভর্তির ফল প্রকাশ করা হয়। আগামীকাল বৃহস্পতিবার একই শ্রেণিতে ভর্তিচ্ছু বালিকাদের ও শুক্রবার অন্যান্য শ্রেণির ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুল সালাম বলেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল, মুগদা ও বনশ্রী শাখার ২য় ও ৩য় শ্রেণির বালকদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তিন শাখায় প্রায় ৭০০ ছাত্র ভর্তি পরীক্ষায় পাস করেছে।বৃহস্পতিবার এ দুই ক্লাসের বালিকাদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ২১ ডিসেম্বর ৪র্থ শ্রেণি থেকে ৮ম শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করার প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহ থেকে ভর্তি শুরু হবে বলেও জানান এ শিক্ষক।
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর ২০১৯ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির ভর্তি লটারি অনুষ্ঠিত হয়। তিনটি শাখায় প্রথম শ্রেণিতে সর্বমোট ৮৪০ শিক্ষার্থী ভর্তি করা হয়। এর মধ্যে বালক ও বালিকা পৃথক ক্যাটাগরিতে মতিঝিল ও বনশ্রী শাখায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে এবং মুগদা শাখায় শুধু বাংলা ভার্সনে শিক্ষার্থী ভর্তি করা হয়।