এসএসসি পরীক্ষায় অংশ না নিয়েও জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী

চাম্বল উচ্চ বিদ্যালয়
চাম্বল উচ্চ বিদ্যালয়  © সংগৃহীত

চট্টগ্রামে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ না নিয়েও জিপিএ-৫ পেয়েছেন দুই শিক্ষার্থী। এই ঘটনায় চট্টগ্রাম জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

জানা গেছে, ২০২৪ সালে বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অংশ নেয়নি। পরীক্ষায় অংশগ্রেহণ না করলেও ত ১২ জুন প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এই দুই শিক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে জিপিএ-৫ পেয়ে পাস করেছে।

সূত্র জানায়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় চাম্বল উচ্চ বিদ্যালয় থেকে ৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাস করেন ৭২ জন। একজন শিক্ষার্থী ফেল করেছে রসায়ন বিষয়ে। অর্থাৎ যে দুই শিক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি তারাও পাস করেছে। 

এ বিষয়ে চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘খামখেয়ালির কারণে আমাদের দুই শিক্ষার্থী গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অংশ নিতে পারে নি। তারা পাস করছে কি না জানি না। পরীক্ষার পর তারা স্কুলে আসেনি। ফলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।’

এ বিষয়ে কেন্দ্র সচিব রতন চক্রবর্তী বলেন, ‘চাম্বল উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারার বিষয়টি জানার পর আমি পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করি। পরীক্ষা নিয়ন্ত্রক আমাকে জানান এই দুই শিক্ষার্থী তথ্য ও যোগযোগ প্রযুক্তি পরীক্ষায় অনুপস্থিত থাকবে এবং ফলাফল ফেল আসবে। তবে এই দুজন শিক্ষার্থী পাস করছে কি না আমি জানি না।’

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘পরীক্ষায় না বসেও দুজনের জিপিএ-৫ পাওয়ার বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নম্বর ফর্দ গায়েবের বিষয়টি আমাকে জানানোর সঙ্গে সঙ্গে আমি আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’

 

সর্বশেষ সংবাদ