এসএসসি পরীক্ষায় নকলের অভিযোগ, ১৮ শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার

  © ফাইল ছবি

ভোলার চরফ্যাশন উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় নকল করার অপরাধে ১৭ পরীক্ষার্থী ও ১ জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পরীক্ষা শুরুর পর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে নকলের অভিযোগে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

জানা যায়, এদিন এসএসসির ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে নকলের প্রমাণ পাওয়ায় চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়া এদিন দাখিলের গণিত পরীক্ষা চলাকালে নকল করায় আবুবকরপুর আমিনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৭ জন পরীক্ষার্থী ও একজন শিক্ষককে বহিষ্কার করা হয়। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ জানান, বৃহস্পতিবার এসএসসির ইংরেজি ২য় পত্র ও দাখিলের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নকলের দায়ে তিনটি কেন্দ্রের মোট ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়াও আবুবকরপুর আমিনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ