নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ব্যাচ-২০০০’ শিক্ষার্থীদের পুনর্মিলনী
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৮:৩৬ PM , আপডেট: ০৮ জুন ২০২৪, ০৫:৩৭ PM
'বন্ধুত্বের বন্ধনে চলো এগিয়ে যাই বহুদূর'- স্লোগানকে প্রতিপাদ্য করে দীর্ঘ ২৩ বছর পর নোয়াখালী সদর উপজেলার সেরা মাধ্যমিক বিদ্যাপীঠ 'নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় 'এর এসএসসি ব্যাচ ২০০০ইং সালের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০শে জুন) বিদ্যালয়ের একটি অডিটোরিয়ামে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই পুনর্মিলন অনুষ্ঠিত হয়। এসএসসি ব্যাচ ২০০০ ইং সালের শিক্ষার্থী মো. মাহফুজুর রহমান জাবেদ এর সভাপতিত্বে এবং মো. ইলিয়াস কাঞ্চন সুমন,জেসমিন আক্তার ও মো. জাবেদ হোসেন এর যৌথ সঞ্চালনায় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেহমান হিসেবে ছিলেন নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. অজি উল্যাহ ভূঁইয়া, পানা মিয়া টিএফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর ভূঁইয়া, আল মদিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, শিবপুর মুসলিম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন শিবলি, সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু জাহের, নোয়ান্নই হাই স্কুল ফোরামের মুখপাত্র ফজলে এলাহী জুনায়েদ, নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. সিরাজুল ইসলাম, প্রাক্তন শিক্ষক মো. মনির হোসেন, সিনিয়র শিক্ষক মো. মফিজুর রহমান, মোফাজ্জলের রহমান, নিলুফা ইয়াসমিন ও আশরাফুল করিম চৌধুরী জসিম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনার জন্য ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে সার্বিক সহযোগিতা করেছেন ২০০০ ইং সালের প্রাক্তন শিক্ষার্থী মো. শিব্বির আহমেদ মানিক, মো. কামাল হোসেন, মো. আবদুল জলিল,মো. স্বপন,মো. মোশাররফ হোসেন ওমর,মো. মাহফুজুর রহমান মিলন, আইনুন নাহার রোজী, হুমায়ারা বিউটি এবং নার্গিস আক্তার সহ আরো অনেকে।
অনুষ্ঠানটির সভাপতি, মো. মাহফুজুর রহমান জাবেদ বলেন, এই অনুষ্ঠানটিতে আমরা এসএসসি ব্যাচ ২০০০ সালের শিক্ষার্থীরা দীর্ঘ ২৩ বছর পর একত্রিত হয়েছি। সকলে খুব উৎসাহী এবং আনন্দিত, অন্যান্য যারা পরিবারের সদস্যরা এসেছেন তারাও খুব আনন্দিত। আমরা ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আরো সুন্দর করে বড় পরিসরে আয়োজন করবো।
তিনি আরও বলেন, আমাদের অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বর্তমান শিক্ষকমন্ডলী আমন্ত্রিত ছিলো। যাদের অনুপ্রেরণা পেয়ে আজকে আমরা নিজেদেরকে একটা ভালো পর্যায়ে নিতে পেরেছি। অন্যান্য ব্যাচ গুলোও যাতে এধরণের প্রোগ্রাম আয়োজন করে আমি সেজন্য তাদেরকে আহ্বান জানাবো।