রাতে সন্তান জন্ম দিয়ে সকালে দিলেন এসএসসি পরীক্ষা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৩:০১ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৭ PM
এসএসসি পরীক্ষার্থী রুনা আক্তার, গর্ভে সন্তান নিয়েই দিচ্ছিলেন পরীক্ষা।অতঃপর রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দিয়ে সকালে দিলেন পরীক্ষা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে গণিত পরীক্ষা দেয় সে। মানিকগঞ্জের সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন রুনা।তিনি মানিকগঞ্জ কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী।
আরও পড়ুন: সাত কলেজের মেধাতালিকা ২৮ সেপ্টেম্বর, ক্লাস শুরু ১৮ অক্টোবর
রুনা আক্তার বলেন, বুধবার রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আমার একটি কন্যা সন্তান হয়েছে। আল্লাহর রহমতে আমরা দুজনেই সুস্থ আছি। বাচ্চাকে ক্লিনিকে রেখে সিটে বসেই গণিত পরীক্ষা দিচ্ছি। আশা করি পরীক্ষায় ভাল করবো।
কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, সে আমার বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী। রাতে কন্যা সন্তান জন্ম দিয়ে সকালে হেটে এসেই গণিত পরীক্ষায় অংশ নিয়েছে। আমি ওর সফলতা কামনা করছি।
কেন্দ্র সচিব ও সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, রুনা আক্তার তার নির্ধারিত আসনে (৯ নম্বর কক্ষে) বসেই গণিত পরীক্ষায় অংশ নেয়। আমরা সব সময় তার খেয়াল রেখেছি। কোনো সমস্যা হয়নি।