এসএসসি পরীক্ষায় বসবে না দুই বন্ধু

দুই বন্ধু হৃদয় ও নয়ন
দুই বন্ধু হৃদয় ও নয়ন   © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত পাবনার ঈশ্বরদী উপজেলার দুই এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। ঢাকা ও রাজশাহীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ এপ্রিল) রাতে তারা মারা যায়। নিহত মো. হৃদয় (১৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মো. নয়ন (১৭) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার মারা যায়। 

হৃদয় উপজেলার সুলতানপুর পূর্বপাড়া গ্রামের হাদিস ব্যাপারীর ছেলে। আর নয়ন গাইবান্ধার মো. কামাল হোসেনের ছেলে। সে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের বাড়াহুসিয়া গ্রামের মফিজ উদ্দিনের নাতি। নয়ন নানাবাড়িতে থেকে লেখাপড়া করত। তারা দুজনই দরগা বাজার উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। 

নিহত দুজনের পারিবারিক সূত্র জানায়, ঈদের দিন মোটরসাইকেল চালিয়ে দুই বন্ধু বেড়াতে বের হয়। পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুর দেবোত্তর সড়কের বেরুয়ান-সরাবাড়িয়া এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় তারা। 

তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে হৃদয়কে রাজশাহী এবং নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নয়ন মারা যায়। পরে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হৃদয়।

দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, নয়ন ও হৃদয় দুজনেই এ স্কুলের ছাত্র ছিল। তাদের ১০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। 


সর্বশেষ সংবাদ