মহাসমাবেশের ঘোষণা প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের

নিয়োগ প্রত্যাশীদের আন্দোলন
নিয়োগ প্রত্যাশীদের আন্দোলন  © ফাইল ফটো

মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীরা। আগামী রবিবার (১৬ ফেব্রুয়ারি) এই কর্মসূচি পালন করবেন তারা। 

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন জান্নাতুন নাঈম সুইটি, সামিয়া আক্তার ও নওরীন আক্তার এ ঘোষণা দেন। তবে কোথায় এ সমাবেশ করা হবে তা এখনো জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী দুই দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে। নারী শিক্ষিকাদের গায়ে পুলিশের হাত তোলার প্রতিবাদ এবং যোগদানের দাবিতে রবিবার মহাসমাবেশ করা হবে। 

আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে নিয়োগ প্রত্যাশীরা বলেন, পুলিশ যেসব শিক্ষককে আটক করেছে, তাদের এক ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে হবে। দাবি আদায় না হলে আমরা রাজপথে আত্মহত্যা করবো। রবিবারের মধ্যে অবৈধ প্রহসনের রায় বাতিল করে আমাদের যোগদান নিশ্চিত করতে হবে।

এর আগে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  


সর্বশেষ সংবাদ