এক স্কুলের সব শিক্ষককে একযোগে বদলি

বিদ্যালয়ের ১৭ শিক্ষক
বিদ্যালয়ের ১৭ শিক্ষক  © ফাইল ছবি

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কমিটি ও সহকারী শিক্ষকদের দ্বন্দ্বে চট্টগ্রামের পটিয়া পৌর সদরের শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষককে একযোগে বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা ১৭ জন।

মন্ত্রনালয়ের আদেশ পেয়ে বদলিকৃত শিক্ষকরা ২২ জুন বিভিন্ন বিদ্যালয়ে যোগদান করেছেন। এর আগের দিন ২১ জুন তাদের বদলির এ আদেশ পান তাঁরা।

সংশ্লিষ্ট সূত্র জানান, গত এক বছর পটিয়া পৌরসদরের শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ ও সহকারী শিক্ষিকা উম্মে হাবিবা চৌধুরী ও বিদ্যালয় পরিচালনা কমিটির এমপি মনোনীত সহ-সভাপতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মক বিঘ্নিত হয়। এই প্রেক্ষিতে গত ১৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই ১৭ শিক্ষকের বদলির আদেশ দেওয়া হয়। একই সঙ্গে ১৭ শিক্ষককে বিভিন্ন বিদ্যালয়ে বদলি করে সেখান থেকে একজন করে শিক্ষককে স্থলাভিষিক্ত করা হয়।

আরও পড়ুন: শিক্ষা এখন সামাজিক বিভাজনে সহায়তা করছে

শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন ক্রমে প্রশাসনিক কারণে তাদেরকে বদলি করা হয়েছে বলে অফিস আদেশে বলা হয়েছে।

পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমদ বলেন, শিক্ষকদের দলাদলি ও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্ন ঘটনার কারণে স্বনামধন্য ওই স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছিল। আশা করছি এই বদলির মাধ্যমে সেখানে শিক্ষার পরিবেশ ফিরে আসবে।

পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন কান্তি নাথ জানান, এক বছর পটিয়ার কোনো প্রাথমিক বিদ্যালয়েই নির্বাচিত কমিটি নেই। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে স্কুল পরিচালনা। ফলে প্রতিটি স্কুলেই চলছে গ্রুপিং। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে বিদ্যালয়গুলোতে কমিটি পুর্নগঠনের প্রয়োজন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence