পিএইচডি করতে হাঙ্গেরি যাচ্ছেন সেই ইয়ানুর

মো. ইয়ানুর আরাফাত হোসেন
মো. ইয়ানুর আরাফাত হোসেন   © সংগৃহীত

পিএইচডি করতে হাঙ্গেরি যাচ্ছেন মো. ইয়ানুর আরাফাত হোসেন। আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) রওয়ানা হবেন তিনি। হাঙ্গেরির ইউনিভার্সিটি অব পেচ-এ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে পড়তে যাচ্ছেন তিনি। এই প্রোগ্রামের জন্য পূর্ণ বৃত্তিসহ স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ পেয়েছেন তিনি।

জানা গেছে, দেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছেন তিনি। বিবিএ প্রোগ্রামে তার মেজর ফিন্যান্স, মাইনর ইকোনমিকস। এরপর ফিন্যান্সের ওপর একই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন তিনি। ইয়ানুর বাংলাদেশ থেকে বিদেশে পিএইচডি করতে যাওয়া কমবয়সীদের মধ্যে একজন।

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপে গবেষণা সহকারী ছিলেন তিনি। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট-এ ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ পেয়েছিল তার পেপার।

ইয়ানুর বলেন, ‘সবসময় ইচ্ছা ছিল বাংলাদেশের জন্য কিছু করার। পিএইচডি প্রোগ্রামটি সেই সুযোগ করে দিল হয়তো। হাঙ্গেরির ইউনিভার্সিটি অব পেচ ইউরোপের ২য় পুরনো বিশ্ববিদ্যালয়।’

তিনি আরও বলেন, ‘বিদেশে গবেষণার মাধ্যমে যে শিক্ষা নিয়ে আসব, সেটা দেশের কল্যাণে নিয়োজিত করার ইচ্ছা আমার। বড় ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলো এখনও চতুর্থ শিল্প বিপ্লবের পদ্ধতিগুলো গ্রহণ করতে পারেনি। পিএইচডি থেকে লব্ধ জ্ঞান দেশের ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলোতে দিতে পারব। এতে উন্নত দেশ গড়ার পেছনে কিছুটা হলেও সহযোগিতা করতে পারব।’

আরও পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা কাল

ইয়ানুর বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করে। সরকারও উচ্চ শিক্ষার জন্য বিশেষভাবে মনোনিবেশ করেছে। শিক্ষার্থীরা সুযোগ পেলে আমি বিশ্বাস করি, তারা শুধু উপমহাদেশ নয়, বিশ্বের সব দেশের শিক্ষার্থীদের সঙ্গে ফাইট করতে প্রস্তুত।’

পিএইচডি করতে চাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সবার আগে একটি সঠিক পরিকল্পনা লাগবে। আমাদের পড়াশোনার কাঠামোতে গবেষণার আগ্রহ কম। বিশেষ করে বাইরের দেশে স্কলারশিপ পেতে সবার আগে গবেষণার প্রয়োজন হয়। সরকারি উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা এবং নিজের ইচ্ছা এই তিনটির সন্নিবেশ হলে আমরা খুব ভালো করতে পারব।


সর্বশেষ সংবাদ