ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ  © সংগৃহীত

স্নাতক ও স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়া। বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপ নিয়ে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৯ এপ্রিল।

পড়ুন আইইএলটিএস ছাড়াই ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে চীনের ডংহুয়া ইউনিভার্সিটি

‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’ এর আওতায় সম্পূর্ণ খরচ বহন করবে অস্ট্রেলিয়ার ‘ডিপার্টমেন্ট অব ফরেইন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড’। শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও বিমানে আসা-যাওয়ার খরচ, আবাসন খরচ, বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ, জীবনযাত্রা ভাতা ও স্বাস্থ্য বীমাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

এ স্কলারশিপ নিয়ে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার ক্যাথলিক ইউনিভার্সিটি, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, সিডনি ইউনিভার্সিটি, নিউক্যাসেল ইউনিভার্সিটি, ক্যানবেরা ইউনিভার্সিটি ও অস্ট্রেলিয়ন ন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে। https://www.dfat.gov.au/sites/default/files/australian-institutions.pdf

এ স্কলারশিপের উদ্দেশ্য হচ্ছে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক চুক্তির সাথে সামঞ্জস্য রেখে অস্ট্রেলিয়ার অংশীদার দেশগুলোর বিভিন্ন ইভেন্টের প্রয়োজনসমূহে অবদান রাখা। এছাড়া উন্নয়নশীল দেশগুলোতে সুযোগ প্রদান করে বিশেষত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যাতে সে অঞ্চলের শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে ও প্রযুক্তিগত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফুল টাইম স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়তে পারে। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বৃত্তি প্রদানের মাধ্যমে তাদেরকে অধ্যয়ন ও গবেষণার সুযোগ দেয়, যারা দক্ষতা এবং জ্ঞানের বিকাশ ঘটিয়ে নিজেদের দেশের পরিবর্তন এবং উন্নয়নে অবদান রাখতে চায়।

আরও পড়ুন স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* আবাসন খরচ।
* বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ।
* জীবনযাত্রা ভাতা।
* স্বাস্থ্য বীমার সুবিধা।
* কোর্সভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ।

আবেদনের যোগ্যতা:

* বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
* বাংলাদেশের নাগরিক হতে হবে।
* অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যাদের রয়েছে তারা আবেদন করতে পাবেন না।
* অস্ট্রেলিয়ান নাগরিকের সাথে বাগদানকৃত বা বিবাহিত হলে আবেদন করা যাবে না।
* কোনো সামরিক সেবার সাথে যুক্ত থাকা যাবে না।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

 


সর্বশেষ সংবাদ