ফটোগ্রাফারদের অ্যাওয়ার্ড দিবে ‘দৃক’, লক্ষ টাকার পুরস্কার

বাংলাদেশ প্রেস ফটো অ্যাওয়ার্ড
বাংলাদেশ প্রেস ফটো অ্যাওয়ার্ড  © সংগৃহীত

বাংলাদেশি ফটো সাংবাদিকদের নিয়ে প্রথমবারের মতো ফটো অ্যাওয়ার্ডের আয়োজন করেছে ‘দৃক’। দৃক গ্যালারির আয়োজনে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে। ২০২১ সালে তোলা যে কোনো ছবি দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।

পড়ুন ছোটগল্প লিখে জিতুন ১ হাজার পাউন্ড

‘বাংলাদেশ প্রেস ফটো অ্যাওয়ার্ড’ এর আওতায় “ফটো অব দ্য ইয়ার” হিসেবে একটি ছবিকে নির্বাচিত করা হবে। ফটোগ্রাফার পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা পাবেন। এছাড়া তিনটি ক্যাটাগরিতে সেরা ৩ ফটোগ্রাফর পাবেন ৫০ হাজার টাকা করে পুরস্কার।

অংশগ্রহণকারীরা অ্যাওয়ার্ডের জন্য তিনটি ক্যাটেগরিতে ছবি জমা দিতে পারবেন। সেগুলো হলো-পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম, পলিটিক্স ও আর্টস-কালচার এবং স্পোর্টস।

এছাড়া আগামী ফেব্রুয়ারিতে বাছাইকৃত সেরা ৩০টি ছবি নিয়ে ঢাকায় একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। বৃহৎ পরিসরে ছবিগুলো পৌঁছে দিতে ব্যবস্থা থাকবে ভার্চুয়াল ভার্সনেরও। দেশি-বিদেশি অঙ্গনে সুপরিচিত ও সমাদৃত পাঁচজন প্রখ্যাত ফটোগ্রাফার এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন।

বিচারক হিসেবে থাকবেন- আবির আব্দুল্লাহ (ফটোগ্রাফার, এডিটর, এডুকেটর), সানা উল্লাহ (ফটোগ্রাফার, এডিটর, মেন্টর- ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি), শফিকুল আলম (ব্যুরো চিফ, বার্তা সংস্থা এএফপি), শহিদুল আলম (ফটোগ্রাফার, অ্যাক্টিভিস্ট ও কিউরেটর, দৃক) এবং সৈয়দ জাকির হোসেন (চিফ ফটোগ্রাফার, ঢাকা ট্রিবিউন)।

প্রত্যেক অংশগ্রহণকারী চাইলে প্রতিটি ক্যাটেগরিতেই ছবি জমা দিতে পারবেন। তবে কোনো ক্যাটেগরিতে পাঁচটির বেশি ছবি দেওয়া যাবে না।

সুযোগ-সুবিধাসমূহ:

* প্রতিযোগিতায় “ফটো অব দ্য ইয়ার” হিসেবে একটি ছবিকে নির্বাচিত করা হবে। ফটোগ্রাফার পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা পাবেন।
* এছাড়া তিনটি ক্যাটাগরিতে সেরা ৩ ফটোগ্রাফর পাবেন ৫০ হাজার টাকা করে পুরস্কার।
* নির্বাচিত ফটোগ্রাফারদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং ইয়ার বুক প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

* শুধুমাত্র বাংলাদেশি পেশাদার ফটোগ্রাফারদের জন্য উন্মুক্ত করা হয়েছে ।
* ২০২১ সালের ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর এর মধ্যে তোলা ছবি হতে হবে।
* অবশ্যই নিজের তোলা ছবি হতে হবে।
* প্রকাশিত বা অপ্রকাশিত যে কোনো ছবি জমা দেয়া যাবে।

আবেদনের প্রক্রিয়া:

অনলাইনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। অংশগ্রহণ করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ